বুধবার ● ১১ মে ২০১৬
প্রথম পাতা » পাবনা » পাবনার সাঁথিয়ায় নিজামীর দাফন সম্পন্ন জানাযায় মানুষের ঢল
পাবনার সাঁথিয়ায় নিজামীর দাফন সম্পন্ন জানাযায় মানুষের ঢল

আবু ইসহাক,সাঁথিয়া :: (২৮ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সকাল ১০.২০মিঃ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর কার্যকর হবার পর বুধবার রাতদেড়টার দিকে তার লাশ বাহী গাড়ী বহর সাঁথিয়ার মনমথপুর গ্রামের উদ্দেশে রওনা হয়৷ সকাল ৬ টা ৩০ মিনিটে নিজামীর নিজ বাড়ি মনমথপুরে মরদেহ আসলে তার পরিবারের সদস্যদের একনজর দেখার সুযোগ দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে৷ তার মরদেহ আত্বীয় স্বজনের নিকট পৌঁছালে তারা শোকে কাতর হয়ে পড়েন৷ সকাল ৭ টার সময় মনমথপুর কবর স্থানের পূর্ব পাশের মাঠে নিজামীর ছেলে ব্যারিষ্টার নাজিম মোমিন জানাযায় ইমামতি করেন৷ জানাযা নামাজে মানুষের ঢর নামে৷ জানাযার নামাজে শরীক হবার জন্য মঙ্গলবার সকাল থেকে মনমথপুর গ্রামে নিকট আত্বীয় স্বজন ও দলীয় নেতা কর্মীরা অবস্থান গ্রহণ করেন৷ জানাযার পূর্ব মুহুর্তে দলীয় নেতা কর্মীরা কান্নায় ভেঙ্গে পড়ে৷ জানাযা শেষে ৭.৩০ মিনিটে মনমথপুর কবর স্থানে তার বাবা লুত্ফর রহমান খান ও মা মমেনা খাতুন ময়নার কবরের পাশে মাওলানা মতিউর রহমান নিজামীর দাফন সম্পন্ন করা হয়৷
নিজামীর দাফনকে কেন্দ্র করে তার গ্রাম ও আশ পাশের এলাকায় নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রাখা হয়৷ এলাকায় পুলিশ বাহিনীর সাথে র্যাব বিজিবি মোতায়ন রাখা হয়েছে৷ দাফন শেষে সকাল ১১ টায় মসজিদের মাইকে গায়েবানা জানাযার ঘোষনা দেওয়া হলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে দলে দলে মানুষ মনমথ পুর গ্রামের দিকে ছুটছে৷





সড়ক দূর্ঘটনায় মৃত্যু, জাবিতে পড়তে যাওয়া হলোনা নোমানের
এসবি রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজ ফান্ডের টাকা আত্মসাত
ঘুরে এলাম প্রকৃতির লীলাভুমি নয়নাভিরাম চলনবিল
এফবিসিসিআইয়ের পক্ষে অক্সি জেনারেটর প্রদান
সুজানগর পৌর নির্বাচনের স্থগিতাদেশ খারিজ হওয়ায় ৩০ জানুয়ারী ভোট
চাটমোহরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
চাটমোহরে মামাতো ভাইয়ের হাতে দুই বছরের শিশু খুন
পাবনায় কৃষক কৃষাণীর মাঠ দিবস পালন
চাটমোহরে মোটর সাইকেল-ট্রলি মুখোমুখী সংঘর্ষে নিহত -১
বানিজ্যিক ভিত্তিতে মিশ্রফল চাষ করছেন চাটমোহরের বকুল চেয়ারম্যান