সোমবার ● ২৩ মে ২০১৬
প্রথম পাতা » পাবনা » ভাঙ্গুড়া পৌরসভা আলোকিতকরণ ও মানোন্নয়নে ৩ কোটি টাকার প্রকল্প
ভাঙ্গুড়া পৌরসভা আলোকিতকরণ ও মানোন্নয়নে ৩ কোটি টাকার প্রকল্প
ভাঙ্গুড়া প্রতিনিধি :: পাবনার ভাঙ্গুড়া পৌরসভাকে আলোকিতকরণ ও সেবার মানোন্নয়নে মেয়র গোলাম হাসনাইন রাসেল বিশেষ উদ্যোগ নিয়েছেন৷ এ জন্যে ৩ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে৷ এ প্রকল্পের আওতায় পৌরসভায় পাকা রাসত্মা,পয়ঃপ্রণালি নিষ্কাশনে ড্রেন ও কার্লভাট নির্মাণের কাজ চলছে৷ এছাড়া পৌরসভার নয়টি ওয়ার্ডের প্রতিটি মহল্লার বৈদ্যুতিক খুটির সাথে স্বাশ্রয়ী বাতি স্থাপন করা হচ্ছে৷ যেখানে বিদ্যুত লাইন নেই সেখানে সৌরবাতির ল্যাম্প পোষ্ট স্থাপন করা হচ্ছে৷ পৌরসভার হিসাব রক্ষক নাজমূল হাসান জানান,পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পর্যাপ্ত বৈদ্যুতিক বাতি ও ৫০টি সৌর সার্চ লাইট স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে৷ এছাড়া পৌরসভার নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে মেয়র গোলাম হাসনাইন রাসেল পৌরবাসীদের অভাব অভিযোগ জানতে মহল্লা-মহল্লায় ক্যাম্পেইনের উদ্যোগ গ্রহণ করেছেন৷ যাতে জনসাধারণের চাহিদা মত প্রকল্প বাসত্মবায়ন করা যায় এবং উন্নয়ন কর্মকান্ডে সহায়তার জন্য পৌরসভার অধিবাসীরা স্বপ্রণোদিত হয়ে পৌর কর পরিশোধ করেন৷ মেয়র রাসেল বলেন মাদকমুক্ত ও মানসম্মত পৌরসভা গড়তে তিনি প্রতিশ্রুতিবদ্ধ৷ দায়িত্ব নেয়ার ৬ মাসের মধ্যে মেয়রের কল্যাণকামী এসব উন্নয়ন কর্মকান্ডের জন্য পৌরবাসী তাকে অভিনন্দন জানিয়েছেন৷





সড়ক দূর্ঘটনায় মৃত্যু, জাবিতে পড়তে যাওয়া হলোনা নোমানের
এসবি রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজ ফান্ডের টাকা আত্মসাত
ঘুরে এলাম প্রকৃতির লীলাভুমি নয়নাভিরাম চলনবিল
এফবিসিসিআইয়ের পক্ষে অক্সি জেনারেটর প্রদান
সুজানগর পৌর নির্বাচনের স্থগিতাদেশ খারিজ হওয়ায় ৩০ জানুয়ারী ভোট
চাটমোহরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
চাটমোহরে মামাতো ভাইয়ের হাতে দুই বছরের শিশু খুন
পাবনায় কৃষক কৃষাণীর মাঠ দিবস পালন
চাটমোহরে মোটর সাইকেল-ট্রলি মুখোমুখী সংঘর্ষে নিহত -১
বানিজ্যিক ভিত্তিতে মিশ্রফল চাষ করছেন চাটমোহরের বকুল চেয়ারম্যান