শনিবার ● ১০ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » রাজধানীর কূটনৈতিক পাড়ায় বিজিবি’র টহল
রাজধানীর কূটনৈতিক পাড়ায় বিজিবি’র টহল

ঢাকা প্রতিনিধি :: পুলিশ, র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা রাজধানীর গুলশান, বারিধারা ও কূটনৈতিক পাড়ায় টহল শুরু করেছে।
শনিবার (১০ অক্টোবার) রাত থেকে শুরু হয়েছে তাদের কার্যক্রম। এ বিষয়টি সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন বিজিবি’র প্রধান কার্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা।
তিনি বলেন, গুলশান, বারিধারা ও কূটনৈতিক পাড়ায় টহল শুরু করেছে বিজির সদস্যরা। পুলিশের সঙ্গে সমন্বয় রেখে তারা ওই সব এলাকায় কাজ করে যাবেন।
গত ২৮ সেপ্টেম্বর ঢাকার গুলশানে তাভেলা সিজার (৫০) নামে ইতালির এক নাগরিককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি গুলশানে নেদারল্যান্ডসভিত্তিক একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিলেন। এর মাত্র কয়দিন পর ৩ অক্টোবরে রংপুরের কাউনিয়া উপজেলার মাহীগঞ্জে জাপানের নাগরিক কুনিও হোশিকে হত্যা করে একদল দুর্বৃত্ত। দুটি হত্যাকাণ্ডের পর ইসলামিক স্টেট (আইএস) পরিচয়ে দায় স্বীকার করে বিবৃতি পাওয়া যায়। তবে আইএস’র ভিত্তি নিয়ে রয়েছে প্রশ্ন। এদিকে প্রথম ঘটনার পরই বাংলাদেশে তাদের নাগরিকদের চলাচলে সতর্ক হতে বলে পশ্চিমের বিভিন্ন বিভিন্ন দেশ। শুক্রবার (০৯ অক্টোবর) যুক্তরাজ্যের পক্ষ থেকে নতুন করে বলা হয়, সন্ত্রাসবাদের বড় ধরনের হুমকি রয়েছে বাংলাদেশে। পশ্চিমাদের ওপর নতুন করে হামলা হতে পারে।
আপলোড : ১০ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১০. ৪৮ মিঃ





বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর