সোমবার ● ৬ জুন ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত মিতুর দাফন শৈলকুপায়
চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত মিতুর দাফন শৈলকুপায়
ঝিনাইদহ প্রতিনিধি:: চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু ছিলেন সদা হাস্যজ্জল ও নিরহংকারী৷ স্বামীর সাথে গ্রামের বাড়িতে বেড়াতে আসলে সবার সাথে হাসিমুখে কথা বলতেন৷ তার মনে কোন অহংকার ছিল না৷ মাহমুদা আক্তার মিতু সম্পর্কে বাবুল আক্তারের চাচাতো ভাই এমদাদুল মিয়া এ ভাবেই বর্ননা করেন৷
পুলিশ সুপার বাবুল আক্তারের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মদনগোপালপুর গ্রামে৷ তার বাবার নাম আব্দুল ওয়াদুদ৷ তিনি পুলিশের অবসর প্রাপ্ত উপ-পরিদর্শক৷ বর্তমান মাগুরা শহরের কাউন্সিল পাড়ায় বসবাস করেন৷ চাচাতো ভাই এমদাদুল মিয়া আরো জানান, ঈদে বা বিশেষ দিনে চাচা, চাচিসহ বাবুল আক্তার স্ত্রী ও সন্তানদের নিয়ে গ্রামে আসতেন৷ এ সময় গ্রামের বাড়িটি আনন্দে ভরে উঠতো৷ বাবুল আক্তারের বয়োবৃদ্ধ চাচা আব্দুল গফুর জানান, ভাইয়েরা পৃথক হলেও গ্রামের বাড়িতে তারা বেড়াতে আসলে সবাই একান্নবর্তী পরিবারের মতো বসবাস করেন৷
বউমা মাহমুদা আক্তার মিতু ভাল মনের মানুষ ছিলেন বলেও চাচা শ্বশুর আব্দুল গফুর জানান৷ এদিকে নিহত মাহমুদা আক্তার মিতুর খালাতো ভাই আমিরুল ইসলাম জানান, লাশ শৈলকুপা উপজেলার মদনগোপালপুর গ্রামে দাফনের সিদ্ধান্ত হয়েছে৷
ঢাকায় মিতুর বাবার বাসা থেকে ঝিনাইদহে নিয়ে যাওয়া হবে৷ চট্টগ্রাম নগর পুলিশের উপ কমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ জানিয়েছেন, মরদেহ নিয়ে যাওয়া হবে ঝিনাইদহে৷ সেখানে বাবুল আক্তারের গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মাহমুদাকে দাফন করা হবে৷

      
      
      



    কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক    
    ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী    
    চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়    
    কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার    
    কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত    
    কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন    
    জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে    
    কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ    
    ফারাক্কার বিরূপ প্রভাবে কুষ্টিয়ার ৫০ হাজার মানুষ পানিবন্দি    
    কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায় স্বীকার করল আটককৃত স্বামী