সোমবার ● ১৩ জুন ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সমাজ থেকে ঐক্যবদ্ধভাবে বাল্য বিবাহ নামক অভিশাপকে দূর করতে হবে : বিশ্বনাথ জেলা প্রশাসক
সমাজ থেকে ঐক্যবদ্ধভাবে বাল্য বিবাহ নামক অভিশাপকে দূর করতে হবে : বিশ্বনাথ জেলা প্রশাসক
বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: (৩০ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.১৪মিঃ) সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন বলেন, সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রতিরোধ সৃষ্ঠি করে আমাদের সমাজ থেকে ঐক্যবদ্ধভাবে বাল্য বিবাহ নামক অভিশাপকে দূর করতে হবে৷ সিলেট জেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করতে জেলা প্রশাসন দৃঢ়ভাবে কাজ করছে৷ আর বিশ্বনাথ উপজেলাকে বাল্য বিবাহমুক্ত করতে প্রয়োজন সর্বস্থরের জনসাধারণের ঐক্যবদ্ধতা৷ তিনি আরোও বলেন, উপজেলার ৮টি ইউনিয়নের বর্তমান ও নব-নির্বাচিত চেয়ারম্যানদের সম্বন্বয়ে ঈদের পূর্বে প্রত্যেকটি ইউনিয়নকে বাল্য বিবাহমুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করতে পারলে, ঈদের পরে বিশ্বনাথ উপজেলাকে বাল্য বিবাহমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা সম্ভব হবে৷
তিনি সোমবার দুপুরে সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘বিশ্বনাথ উপজেলাকে বাল্য বিবাহমুক্ত’ ঘোষণা করার লক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন৷ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাশহুদুল কবীর’র সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) আবদুল হক’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান মাসুদ, উপজেলার দৌলতপুর ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান আমির আলী, অলংকারী ইউপি চেয়ারম্যান লিলু মিয়া, লামাকাজী ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজান, উপজেলা নিকাহ ও তালাক রেজিষ্টার সমিতির সভাপতি কাজী মাওলানা আবদুল ওদুদ, সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাংবাদিক আশিক আলী৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বিভাষ চন্দ্র মানি৷
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নজরম্নল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলেমান হোসাইন, দেওকলস ইউপি চেয়ারম্যান তাহিদ মিয়া, নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক (বিশ্বনাথ সদর), নাজমুল ইসলাম রম্নহেল (অলংকারী), অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর (রামাপাশা), তালুকদার গিয়াস উদ্দিন (খাজাঞ্চী), বিশ্বনাথ প্রেসক্লাব যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যৰ মোহাম্মদ আলী শিপন, সাবেক কোষাধ্যক্ষ প্রনঞ্জয় বৈদ্য অপু, অসিত রঞ্জন দেব, কার্যকরী সদস্য নূর উদ্দিন, সাংবাদিক আশিক আলী, এনামুল হক, আখতার আহমদ সাহেদ, শুকরান আহমদ রানা’সহ উপজেলার বিভিন্ন ইউপির নব-নির্বাচিত সদস্য ও সদস্যা এবং উপজেলার বিশিষ্টজন উপস্থিত ছিলেন৷





প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই
কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন