রবিবার ● ৩ জুলাই ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » পুরাণগাও-আনরপুর গ্রামে বিদ্যুতায়ন
পুরাণগাও-আনরপুর গ্রামে বিদ্যুতায়ন
মো. আবুল কাশেম, বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: (১৯ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১২.০১মিঃ) সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, দেশ ও জাতির উন্নয়ন ও অগ্রগতির জন্য আওয়ামী লীগের উপরই মানুষ আস্থাশীল৷ তাই বার বার জননেত্রী শেখ হাসিনা’কে দেশের মানুষ প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন৷ আর তাঁরই নেতৃত্বে দেশের শিক্ষা, কৃষি, বিদ্যুত্, স্বাস্থ্য, যোগাযোগ’সহ সকলখ্যাতে সমভাবে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তাবায়িত হচ্ছে৷ তিনি আরোও বলেন, বিশ্বের সামনে দেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত করার জন্য বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা গুপ্ত হত্যা ও জঙ্গি হামলায় লিপ্ত রয়েছেন৷ যুদ্ধাপরাধীদের রক্ষা করতে না পেরে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা এমন অপকর্মে লিপ্ত রয়েছেন৷ খালেদা-তারেকের হুকুম এসব কর্মকান্ড বাস্তবায়িত হচ্ছে৷
তিনি ২ জুলাই শনিবার সকালে সিলেটের বিশ্বনাথে উপজেলার পুরাণগাও-আনরপুর গ্রামে প্রায় ২২ লাখ টাকা ব্যয়ে ১.৮২৪ কিলোমিটার বিদ্যুতায়ন কাজের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন৷ এর ফলে পুরাণগাও গ্রামের ৯০টি এবং আনরপুর গ্রামের ৩২টি পরিবার নতুন করে বিদ্যুত্ সেবার আওয়তায় আসলেন৷ রামাপাশা ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি আশ্রব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশাহিদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, কার্যকরী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার ও বিশ্বনাথ পল্লী বিদ্যুত্ সমিতির ডিজিএম কমলেশ চন্দ্র বর্মন৷





রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা
দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা
জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলনের জন্মদিনে বড়ুয়া নেতৃবৃন্দের শুভেচ্ছা
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থলে বিজিবির শ্রদ্ধা
রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে