শনিবার ● ১৬ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঈশ্বরদীতে ৫০ জনের বিরুদ্ধে অস্ত্র ও বোমা বিস্ফোরণ আইনে মামলা
ঈশ্বরদীতে ৫০ জনের বিরুদ্ধে অস্ত্র ও বোমা বিস্ফোরণ আইনে মামলা

ঈশ্বরদী প্রতিনিধি :: (১ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৫মিঃ) ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস সালাম খাঁন ও ছাত্রলীগের সভাপতি জুবায়ের বিশ্বাসসহ ৫০ নেতাকর্মীর নামে অস্ত্র ও বোমা বিস্ফোরণ আইনে থানায় মামলা করা হয়েছে৷ গত ১৪ জুলাই সকালে ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মিছিলে অবৈধ অস্ত্র দিয়ে গুলি ফোটানো, বোমাবাজি, মারপিট, ইটপাটকেল নিক্ষেপ এবং আওযামীলীগ অফিস ভাংচুরের অভিযোগে ১৫ জুলাই শুক্রবার রাতে এই মামলা করা হয়েছে৷ ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সাহাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আকাল সরদার বাদী হয়ে এই মামলা দায়ের করেন৷ আকাল সরদার এ প্রতিনিধিকে বলেন, গত বৃহস্পতিবার সকাল সাড়ে এগারটায় ১৪ দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঈশ্বরদী উপজেলা ১৪ দল ও আওয়ামীলীগের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়৷ মিছিলটি শুরুর পর স্টেশন রোডস্থ প্রগতি রেস্তোরা পার হওয়ার সঙ্গে সঙ্গে পূর্ব থেকে ওঁত পেতে থাকা আব্দুস সালাম খাঁন ও ছাত্রলীগের সভাপতি জুবায়ের বিশ্বাসের নেতৃত্বে বন্দুক,কাটা রইফেল,, পিস্তল ও বোমাসহ মিছিলের ওপর অতর্কিত হামলা চালায়৷ হামলায় অনেকেই আহত হয়৷ এক পর্যায়ে আতংকিত আওয়ামীলীগ নেতাকর্মীরা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আশ্রয় নেয়৷ তখন সন্ত্রাসীরা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়েও হামলা চালায় এবং ব্যাপক ভাংচুর করে৷





ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪