বৃহস্পতিবার ● ২৮ জুলাই ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটির বীর মুক্তিযোদ্ধ মাহবুবুর রহমান আর নেই
রাঙামাটির বীর মুক্তিযোদ্ধ মাহবুবুর রহমান আর নেই
ষ্টাফ রিপোর্টার :: রাঙামাটি জেলা আওয়ামীলীগেরর সিনিয়র সহ-সভাপতি, সময় বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান ২৮ জুলাই বৃহষ্পতিবার বেলা তিনটার দিকে রাঙামাটি জেনারেল নেয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৩)৷ ইন্নালিল্লাহি ওয়া ইন্নালহি রাজিইউন৷ মৃত্যুকালে স্ত্রী, দু’সন্তান এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ৷
মাহবুবুর রহমান চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি,রাঙামটি জেলা পুলিশিং কমিটির সভাপতি,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য, পৌরসভা সাবেক চেয়ারম্যান শহরের প্রিয় নেতা ছিলেন ৷
এই দিকে তার মৃত্যুতে রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পার্বত্য প্রতিমন্থী দীপংকর তালুকদার, ৩৩-ম-৩৩ আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু সাধারণ সম্পাদক ও রাঙামাটি জেলা পরিষদের সদস্য হাজী মুছা মাতব্বরসহ, আ’লীগের সকল অংগ সংগঠন,ব্যবসায়ী সংগঠন,সামাজিক সংগঠন ও বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ, মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ও এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান৷।
মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন ও অনলাইন পোর্টাল সিএইচটি মিডিয়া টুয়েন্টিফাের ডটকম প্রানেল বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান৷
২৯ জুলাই শুক্রবার মরহুমের প্রথম জানাযা’র নামাজ সকাল ১০টায় রাঙামাটি জেলা আওয়ামীলীগের কার্যালয়ে ও ১১ টায় রাঙামাটি কোতয়ালী থানা মাঠ প্রাঙ্গানে অনুষ্ঠিত হবে। জানাযা‘র নামাজ শেষে রাঙামাটি কেন্দ্রীর কবর স্থান হযরত আবদুল হাকিত প্রকাশ আবদুল ফকির মাজারে দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে৷ মাহবুবুর রহমানের মৃত্যুতে রাঙামাটি জেলা আওয়ামীলীগ ২৯ জুলাই শুক্রবার ও ৩০ জুলাই শনিবার দু’দিনের শোক ঘোষনা করেছে এবং রাঙামাটি জেলাসহ সকল উপজেলা শাখা, ইউনিয়ন শাখা পৌর শাখা,ওয়ার্ড শাখা সকল দলীয় কার্যলয়ে কালো পতাকা ও দলীয় পতাকা তোলার কর্মসুচি নিয়েছে রাঙামাটি জেলা আওয়ামীলীগ ৷





রাঙামাটিতে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থলে বিজিবির শ্রদ্ধা
রাবিপ্রবি’তে যথাযোগ্য মর্যাদায় ‘মহান বিজয় দিবস উদযাপন
রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
ছাত্রদলের শাওন এর নেতৃত্বে রুফটপ রেস্টুরেন্টে ম্যানেজার গিরি দত্ত চাকমা’র ওপর হামলা
মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে রাঙামাটি সদর জোন এর শীতবস্ত্র বিতরণ
স্কাউট জাম্বুরী’তে যোগ দিতে ফিলিপাইন গমন করলো মিরসরাইয়ের রাহিম