শনিবার ● ৬ আগস্ট ২০১৬
প্রথম পাতা » করোনা আপডেট » বঙ্গবন্ধুর সোনার বাংলায় সন্ত্রাস জঙ্গীবাদের স্থান নেই : স্বাস্থ্যমন্ত্রী নাসিম
বঙ্গবন্ধুর সোনার বাংলায় সন্ত্রাস জঙ্গীবাদের স্থান নেই : স্বাস্থ্যমন্ত্রী নাসিম
সোহেল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি :: (২২ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.১৪মিঃ) স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় সন্ত্রাস জঙ্গীবাদের কোন স্থান হবে না৷ দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে যারা পরিকল্পিতভাবে দেশে গুপ্তহত্যা ও জঙ্গি হামলা চালানো হচ্ছে বাংলার জনগনকে ঐক্যবন্ধ হয়ে এ অপশক্তির মোকাবেলা করতে হবে৷ বাংলাদেশে কোন আইএস নেই একাত্তরের পরাজিত ঘাতকদের লালনকারীরা এর নাম ব্যবহার করে জঙ্গি তত্পরতায় লিপ্ত হয়েছে৷
৬ আগষ্ট শনিবার দুপুরে সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০শয্য বিশিষ্ট সমপ্রাসারিত ভবন উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের নিরলস চেষ্টায় দেশ এখন বঙ্গবন্ধুর স্বপ্ন পূরনের দিকে এগিয়ে যাচ্ছে৷ দেশের প্রবৃদ্ধি বেড়েছে, শিক্ষা স্বাস্থ্য ও কৃষিসহ খাদ্য উত্পাদন বেড়েছে৷ বিদু্যত্ উত্পাদন নিশ্চিত করে গ্রামে গ্রামে বিদ্যুত্ পৌঁছে দেওয়া হয়েছে৷ কমিউনিটি ক্লিনিক স্থাপন করে গ্রামের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়েছে৷ এসব উন্নয়ন দেখে বিরোধী শক্তিরা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে দেশকে পিছিয়ে দেবার ষড়যন্ত্র করছে৷
স্থানীয় সংসদ সদস্য আব্দুল মজিদ মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, জেলা প্রশাসক বিলস্নাল হোসেন, সিভিল সার্জন ডা: শেখ মনজুরুল ইসলাম, পুলিশ সুপার মেরাজ উদ্দিন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু ইউসূফ সূর্য্য, এ্যাড: আব্দুর রহমান প্রমুখ৷ এর আগে তিনি বেলকুচি ,চৌহালী ও শাহজাদপুর উপজেলায় দিনভর বন্যা ও ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন৷





বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ
কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি
সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক
আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ
গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম
ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা
রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত
চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে
সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ