মঙ্গলবার ● ১৬ আগস্ট ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » নানা কর্মসূচিতে গাজীপুরে জাতীয় শোক দিবস পালন
নানা কর্মসূচিতে গাজীপুরে জাতীয় শোক দিবস পালন
গাজীপুর জেলা প্রতিনিধি :: বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা আর নানা কর্মসূচির মধ্য দিয়ে গাজীপুরে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে৷
দিবসটি উপলক্ষ্যে ১৫ আগস্ট সোমবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে একটি শোক র্যালি বের করা হয়৷ জেলা প্রশাসক এস এম আলমের নেতৃত্বে র্যালিটি জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রথখোলাস্থ বঙ্গতাজ অডিটরিয়ামে গিয়ে শোক সভায় মিলিত হয়৷ মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মোজাম্মেল হকসহ রাজনৈতিক দলের নেতা কর্মী, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন৷ এতে শহরের বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী ও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেন৷
এদিকে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়৷ এডভোকেট আজমত উল্লাহ খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল এমপি৷
অপরদিকে গাজীপুর জেলা জজশীপ ও জেলা আইনজীবি সমিতির উদ্যোগে পবিত্র কোরআন খতম, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷ গাজীপুর জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হকের সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান৷
এছাড়া দিবসটি পালন উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ, জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি ও ধান গবেষণা ইনস্টিটিউট, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) পক্ষ থেকে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল, বঙ্গবন্ধুর ঘটনাবহুল জীবনের ওপর চিত্র প্রদর্শনী হয়৷
দিবসটি উপলক্ষ্যে জেলার কালীগঞ্জ, কাপাসিয়া, শ্রীপুর, কালিয়াকৈর ও টঙ্গী এলাকায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কাঙ্গালী ভোজসহ দিনব্যাপি নানা কর্মসূচি গ্রহণ করেছে৷ বিভিন্ন সংগঠন ও সংস্থার উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, রক্তদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷





ঢাকায় পানাম গ্রুপের আনন্দ উৎসব
গাজীপুরে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
গাজীপুরে শহীদ বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১৫০০ শিক্ষার্থী
গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে
গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল
রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন
গাজীপুরে চট্টগ্রাম সমিতির ‘মেজবান ও চট্টলা উৎসব’