শুক্রবার ● ৯ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » ঝিনাইদহের মার্কেট গুলোতে বসে-শুয়ে অলস সময় কাটাচ্ছেন ব্যবসায়ীরা
ঝিনাইদহের মার্কেট গুলোতে বসে-শুয়ে অলস সময় কাটাচ্ছেন ব্যবসায়ীরা
ঝিনাইদহ প্রতিনিধি :: (২৫ ভাদ্র ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.৩৭মি.) ঈদের বাকি আর মাত্র তিনদিন৷ তবে ঝিনাইদহের ঈদ মার্কেটগুলো এখনও জমে উঠেনি৷ তাই বসে-শুয়ে অলস দিন কাটাচ্ছেন ব্যবসায়ীরা৷
ঈদকে সামনে রেখে জমকালো পোশাকের পসরা সাজিয়েছেন দোকানিরা৷ তবে বিকিকিনি প্রত্যাশিত না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন অনেক দোকানি৷
শুক্রবার ৯ সেপ্টেম্বর ঝিনাইদহ শহরের গীতাঞ্জলী সড়ক, মুন্সি মার্কেট, বিবি রোড, নিউমার্কেট, বঙ্গবন্ধু সুপার মার্কেটে, বিভিন্ন বিপণি বিতান ও ফুটপাতগুলোতে একই অবস্থা বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা৷
তারা জানান, প্রতি বছর কোরবানির ঈদে যে পরিমাণ বিক্রি হয়, এবার তা হচ্ছে না৷ কিছু ক্রেতার আনাগোনা থাকলেও বেচাকেনা একেবারেই নেই৷
নিউ এস ব্রার্দাসের স্বত্বাধিকারী আমল কর্মকার সাংবাদিককে বলেন, ‘শুক্রবার ছুটির দিন আমার দোকানে বেচাকেনা নেই৷ বসে-বসে অলস সময় কাটাচ্ছি৷ আশা করছিলাম ঈদের আগে বেচাকেনা ভালো হবে৷ কিন্তুু কোনো ক্রেতা নাই৷’
শাহিন গার্মেন্টসের কর্মচারী মিঠু হোসেন বলেন, ‘গত বছর কোরবানির ঈদে ভালো বেচাকেনা ছিলো৷ সে তুলনায় এ বছর বিক্রি নেই৷ আমরা বসে দিন কাটাচ্ছি৷’
ব্যবসায়ী আফাঙ্গীর হোসেন জানান, এ বছর বেচাকেনা না থাকায় কর্মচারীদের বেতন, বোনাস দিতে সমস্যা হচ্ছে৷ আশা করেছিলাম ঈদের কয়েকদিন আগে ভালো বিক্রি হবে৷ কিন্তুু ক্রেতাদের আনাগোনা একেবারেই কম৷
‘এ বছর কৃষকের হাতে টাকা কম থাকায় পোশাক বিক্রি কম হচ্ছে৷ কিছু চাকরিজীবী ও বড়-বড় ব্যবসায়ীরা কম-বেশি কাপড় কেনাকাটা করছেন৷ সাধারণ মানুষের আনাগোনা যে কারণে কম’- বলেন সিটি হাউজ ফ্যাশনের মালিক আব্দুর রাজ্জাক৷
দোকানের ভেতর ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনকে শুয়ে থাকতে দেখা গেলো৷ শুয়ে থাকার কারণ জিঞ্জেস করতেই তিনি বলেন, ‘মানুষের হাতে টাকা নাই ভাই৷ বেচা-বিক্রি প্রায় বন্ধ৷ লোকজন আসছে না, তাই শুয়ে আছি ভাই৷’





ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা
কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় : উপযুক্ত দাম নাই
চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের
খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা
ঠিকাদার-বিসিকের টানাপোড়নে আটকে আছে রাউজান বিসিক শিল্প নগরী কাজ
রাউজানে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট
ঈদকে সামনে রেখে আত্রাইয়ে প্রস্তুত ৪৮ হাজার কোরবানির পশু
আক্কেলপুরে দ্রব্যমূল্যের ঊধর্বগতি দিশেহারা মানুষ
বিশ্বনাথে এবি ব্যাংকের উপশাখার শুভ উদ্বোধন
আকমল পর্তুগালে দেশের সেরা তৃতীয় রেমিট্যান্সযোদ্ধা নির্বাচিত