বৃহস্পতিবার ● ১৩ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » মাদরাসার ছাত্রী ধর্ষণের সময় আপত্তিকর অবস্থায় মাওলানা ফজলুল করিমকে আটক
মাদরাসার ছাত্রী ধর্ষণের সময় আপত্তিকর অবস্থায় মাওলানা ফজলুল করিমকে আটক
বগুড়া প্রতিনিধি :: (২৮ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.৪৫মি.) নামাজ ঘরে ছাত্রীর সঙ্গে যৌন মিলনরত অবস্থায় হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে বগুড়া সোনাতলা ফাজিল মাদরাসার অধ্যক্ষ ও উপজেলা ওলামা লীগের সভাপতি মাওলানা ফজলুল করিম (৬২)কে।
১২ অক্টোবর বুধবার দুপুর দেড়টায় মাদরাসার ছাত্রীদের নামাজ ঘর থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পরেই অভিভাবক, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী বিক্ষোভে ফেটে পরে। মিছিলসহ সমাবেশ করে ওই অধ্যক্ষ ও তার সহযোগীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করে।
জানাগেছে, বুধবার দুপুর আনুমানিক ১টার দিকে সোনাতলা ফাজিল মাদরাসার অধ্যক্ষ ফজলুল করিম আলিম ক্লাসের এক ছাত্রীকে মাদরাসা ভবনের উপরতলায় ছাত্রীদের নামাজ ঘরে ডেকে নেয়।
এক পর্যায়ে ওই ছাত্রীর সঙ্গে জোর করে যৌনকর্মে লিপ্ত ধর্ষিতা ছাত্রীর চিৎকারে মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা ছুটে গিয়ে ছাত্রীকে উদ্ধার করে ও অধ্যক্ষকে আপত্তিকর অবস্থায় আটক করে।
পরে তিনি ওই ছাত্রীকে বিয়ে করার অঙ্গীকার করে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। তার পরেও পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
এদিকে, মাদরাসার অধ্যক্ষ ও ওলামা লীগ সভাপতি দ্বারা ছাত্রীকে ‘ধর্ষণের’ খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে উঠে। অধ্যক্ষের বিচারের দাবীতে মাদরাসার শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা বিক্ষোভ মিছিল বের করে। এসময় বিক্ষুব্ধ জনতা অধ্যক্ষের সহযোগী হিসেবে পরিচিত মাদরাসার অফিস সহকারীর বাড়ীতে ইট-পাটকেল নিক্ষেপ করে।
বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোত্তালেব জানান, তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের হয়েছে ।





নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ