শুক্রবার ● ২১ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » রাঙামাটি শহর থেকে দুই ইয়াবা ব্যবসায়ী অাটক
রাঙামাটি শহর থেকে দুই ইয়াবা ব্যবসায়ী অাটক
ষ্টাফ রিপোর্টার :: ২০ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার পর রাঙামাটি শহরের ভিন্ন ভিন্ন ভাবে অভিযান চালিয়ে রাজবাড়ী ও কলেজ গেইট এলাকা থেকে দুই জনকে ৫০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।
গ্রেফতারে খবর নিশ্চিত করেছেন কোতয়ালী থানার সেকেন্ড অফিসার এস আই
লিমন বোস।
তিনি বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশে মাদক বিক্রেতা ও মাদক সেবীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলাকালিন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রশিদ ও এসআই সৌরজিৎ এর নেতৃত্বে পুলিশের একটি দল শহরের কলেজ গেইট এলাকায় চালিয়ে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় ভেদভেদী মুসলিম পাড়ার ব্যবসায়ী রশিদ আহমেদ এর পুত্র মাদক বিক্রেতা শফিকুল ইসলাম (৩০)কে হাতে নাতে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৩০পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধোর করা করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ ব্যবসায়ী রশিদ আহমেদ পুরাতন দোকান ঘরে দিন রাত জুয়া ও মাদকের আড্ডা জমে।
এদিকে রাজবাড়ী ঘাট এলাকা থেকে আমানতবাগ, কলেজ গেইট এলাকার আব্দুল গনির পুত্র আশরাফুল (২০)কে পুলিশ সন্দহজনক ভাবে অাটক করে তার পর দেহ তল্লাসী করে ২০পিছ ইয়াবা পাওয়া যায়।
মাদক অভিযানে পুলিশ মোট ৫০পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন, রাঙামাটি কোতয়ালী থানার ডিউটি অফিসার এস আই লিমন বোস। পুলিশ জানায়, ইয়াবা বিক্রিতা ভেদভেদী মুসলিম পাড়ার ব্যবসায়ী রশিদ আহমেদ এর পুত্র মাদক বিক্রেতা শফিকুল ইসলাম (৩০)কে গ্রেফতার করায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রশিদ ও এসআই সৌরজিৎকে জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান অভিনন্দন জানিয়েছেন।





ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪