শনিবার ● ২২ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহের মুক্তিযোদ্ধা পঞ্চানন বিশ্বাস শয্যাশায়ী
ঝিনাইদহের মুক্তিযোদ্ধা পঞ্চানন বিশ্বাস শয্যাশায়ী

ঝিনাইদহ প্রতিনিধি :: চিকিত্সার অভাবে শয্যাশায়ী ঝিনাইদহের মুক্তিযাদ্ধা পঞ্চানন বিশ্বাস৷ বর্তমানে তিনি অথের্র অভাবে চিকিত্সাও করাতে পারছেন না৷ শরীরের এক পাশের শক্তি হারিয়ে ফেলেছেন৷ চলাফেরা করতে না পারায় শয্যাগত তিনি৷
ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের ডাকাতিয়া গ্রামের মত কদার নাথ বিশ্বাসের ছেলে পঞ্চানন বিশ্বাস৷
তিনি জানান, ১৯৭১ সালে তার বয়স ২৫ বছর হবে৷ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে তিনি যুদ্ধেে নেমে পড়ে৷ ভারতের বিহার ৮ নম্বর সেক্টর অবাঙ্গালী রাম প্রকাশ এর নিকট থেকে তিনি প্রশিক্ষণ গ্রহণ কেের দেশে ফিরে আসেন৷ এরপর জেলার বিভিন্ন স্থানে যুদ্ধেে অংশ নেন তিনি৷ দেশ স্বাধীন হওয়ার পর কৃষি কাজ করে সংসার চালান তিনি৷
মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছেন৷ ৭৫ বছর বয়স এখন তার৷ ২ ছেলে ও স্ত্রীকে নিয়ে সংসার তার৷ মেয়েটিকে বিয়েও দিয়েছেন৷ ৫ বছর আগে হঠাত্ অসুস্থ্য হয়ে পড়েন তিনি৷ শরীরের এক পাশ পড়ে যাওয়ায় বিছানাগত তিনি৷
প্রথম দিক বাড়ীর জমি জায়গা বিক্রি করে চিকিত্সা করালেও এখন অর্থাভাবে আর চিকিত্সা করাতে পারছেন না৷
নলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন বলেন, পঞ্চানন বিশ্বাস অসহায় একটি মানুষ৷ নিজের বলে তার কিছুই নেই৷ বর্তমানে তার যে অবস্থা তাতে জরুরী চিকিত্সার প্রয়ােজন৷
আর এ চিকিত্সার জন্য সরকার, কোন প্রতিষ্ঠান বা সমাজের বিত্তবান লোকজন এগিয়ে এসে তার চিকিত্সার ব্যয়ভার বহন করলে হয়তো আবার সে সুস্থ্য হয়ে সবার মাঝে সুদরভাবে বেঁচে থাকতে পারবে৷
এ ব্যাপারে ঝিনাইদহ সদর উপজলা মুক্তিযাদ্ধা কমান্ডার আলহাজ্ব সিদ্দিক আহমেদ বলেন, সরকারের পক্ষ থেকে যেকোন প্রকার সুবিধা পেলে তাকে সহযােগীতা করা হবে৷





কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে
কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ
ফারাক্কার বিরূপ প্রভাবে কুষ্টিয়ার ৫০ হাজার মানুষ পানিবন্দি
কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায় স্বীকার করল আটককৃত স্বামী