বুধবার ● ২৬ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় স্কুলছাত্রীকে হত্যা
গাজীপুরে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় স্কুলছাত্রীকে হত্যা
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের কালিয়াকৈরে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় এক স্কুলছাত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে৷
২৫ অক্টোবর মঙ্গলবার দুপুরে পুলিশ ওই স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে৷
নিহত স্কুল ছাত্রীর নাম মুনি্ন (১৫)৷ সে স্থানীয় চাপাইর উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষার্থী ছিল৷ মুন্নি চাপাইর ইউনিয়নের কুতুবদিয়া গ্রামের কাঁচামাল ব্যবসায়ী শহীদের মেয়ে৷
নিহতের ভাই রিপন জানান, স্কুলে যাওয়া-আসার পথে চাপাইর এলাকার আতাউর সরকারের ছেলে আরাফাত সরকার মুনি্নকে উত্যক্ত করে আসছিল৷ এ ব্যাপারে আরাফাতের স্বজনদের কাছে বিচার দিলেও তারা বিষয়টি আমলে নেননি৷ এ নিয়ে আরাফাত বরং মুনি্ন ও তার বাবা শহীদকে হত্যার হুমকী দিয়েছে৷
আরাফাতের যন্ত্রনায় মনি্নকে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়া হয়েছিল জানিয়ে স্থানীয়রা জানান, কিন্তু ১ নভেম্বর পরীক্ষা থাকায় সে ক’দিন ধরে স্কুলে যাচ্ছিল৷ এ সময় সে মুনি্নকে নানা ভাবে ভয়ভীতি দেখিয়ে আসছিল৷
মঙ্গলবার ভোরে আরাফাতকে মুনি্নদের বাড়ি কাছে দেখতে পান মুনি্নর মা৷ এতো সকালে সে এখানে কি করছে এমন জিজ্ঞাসা করতেই আরাফাত দৌড়ে পালিয়ে যায়৷ পরে মুনি্নর ঘরে গিয়ে খাটের উপর গলায় ওড়না দিয়ে প্যাচানো অবস্থায় মেয়েকে পড়ে থাকতে দেখেন তিনি৷
মুন্নির মা অভিযোগ করেন, আরাফাতের প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় ক্ষুব্ধ হয়ে পরিকল্পিত ভাবে শ্বাসরোধ করে মুনি্নকে হত্যা করেছে সে৷
কালিয়াকৈর থানার এসআই আব্দুল্লাহ আল তাবির জানান, মুন্নির নিজ ঘরের বিছানার উপর থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে৷
দুপুর ১২টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে৷ ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে৷
এ ঘটনায় জড়িত সন্দেহে রাশেদ (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ৷
কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, যুবকের আচরণ সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়েছে৷ আটক রাশেদ টাঙ্গাইলের মির্জাপুর থানার আজগানা গ্রামের বাসিন্দা৷





ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪