সোমবার ● ৩১ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫
বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (১৬ কার্তিক ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৩মি.) বিশ্বনাথে বাড়ির রাস্তা নিয়ে বিরোধদের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১৫জন আহত হয়েছেন৷ ৩১ অক্টোবর সোমবার দুপুর ১২টায় উপজেলার দেওকলস ইউনিয়নের কালিজুরি গ্রামের নজির মিয়া ও সাজিদ মিয়া লোকজনের মধ্যে এঘটনা ঘটে৷ আহতরা হলেন-নজির মিয়া, মনির মিয়া, আজাদ মিয়া, মনু মিয়া, নূরফুর নেছা, আফিয়া বেগম, মনোহর আলী,সাজিদুর রহমান, ফয়জুর রহমান, সাইদুর রহমান, হাবিবুর রহমান৷ বাকি আহতদের নাম জানাযায়নি৷ এরই মধ্যে গুরুতর আহতদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে৷ খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে৷
জানাগেছে, উপজেলার কালিজুরি গ্রামের নজির মিয়া ও আজাদ মিয়ার মধ্যে বাড়ির রাসত্মা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে৷ এনিয়ে উভয় পক্ষের মধ্যে মামলা-মখদ্দমা চলে আসছে৷ এরই জের ধরে গতকাল সোমবার দুপুরে উভয় পক্ষের মধ্যে কথাকাটাটি হয়৷ কথাকাটাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন৷ এতে নারীসহ কমপক্ষে ১৫জন আহত হন৷
এব্যাপারে নজির মিয়া ভাতিজা সায়েদ মিয়া বলেন, সর্ভেয়ার রাস্তা পরিদর্শন করতে গেলে সাজিদ আলীর পক্ষের লোকজন বাধা প্রদান করে৷ এর কারণ জানতে চাইলে তারা আমাদের ওপর হামলা চালায়৷ এতে আমাদের কয়েকজন গুরুতর আহত হন৷
সাজিদ আলীর চাচাত ভাই এমাদ মিয়া বলেন, রাস্তা পরিদর্শনকালে সর্ভেয়ার কে আমরা সহযোগিতা করি৷ কিন্তু নজির মিয়ার লোকজন হঠাত্ করে আমাদের ওপর হামলা চালায়৷ আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়৷
স্থানীয় ইউপি চেয়ারম্যান তাহিদ মিয়া বলেন, বিষয়টি নজির মিয়ার পক্ষের লোকজন মোবাইল ফোনে অবহিত করেন৷ তিনি জরুরী কাজে সিলেট নগরীতে অবস্থান করছেন বলে জানান৷
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে৷ তবে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনী ব্যবস্থা গ্রহন করা হবে৷





নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২