সোমবার ● ২১ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বেলকুচিতে স্ত্রীর উপর এসিড নিক্ষেপকারী স্বামী আটক
বেলকুচিতে স্ত্রীর উপর এসিড নিক্ষেপকারী স্বামী আটক
সিরাজগঞ্জ প্রতিনিধি :: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউপির শোলাকোড়া গ্রামের স্ত্রী সালমা খাতুনকে এসিড নিক্ষেপকারী স্বামী সাইফুল ইসলামকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা। আটক সাইফুল ইসলাম ইসলাম বেলকুচি উপজেলার দক্ষিন বানিয়াগাতী গ্রামের মৃত আবুল সেখের ছেলে।
র্যাব-১২ ক্যাম্প কমান্ডার হাসিবুল ইসলাম ২১ নভেম্বর সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে জানান, দেড় বছর পূর্বে সালমার সাথে মোবাইলে পরিচয় এবং প্রেম হয়। এরপর দুজনে বিয়ের হয়। বিয়ের থেকে সে শ্বশুড় বাড়িতে স্ত্রীর সাথে বসবাস করছিল। মাঝে-মধ্যেই পারিবারিক বিষয় দুজনের মধ্যে ঝগড়া হতো। একপর্যায়ে সাইফুল স্ত্রীকে এসিডে ঝলসে দেয়ার সিদ্ধান্ত নেয়। ১৬ নভেম্বর সন্ধ্যা সাতটায় বেলকুচির মুকুন্দগাতী বাজার হতে জনৈক রিয়াজ মোল্লা দোকান থেকে এসিড কিনে তার ঘরে রাখে। রাতে দুজনে একসাথে রাতের খাবার খায়। এরপর তার স্ত্রী সালমা বেগম পাশের বাড়ীতে টেলিভিশন দেখতে গেলে ফের কথা কাটাকাটি হয়। টেলিভিশন দেখা শেষে বাড়ী ফিরে স্ত্রী ঘুমিয়ে পড়ে। পরে রাত দেড়টার দিকে স্ত্রীর উপর এসিড নিক্ষেপ করে সাইফুল পালিয়ে যায়। এসিডে তার মুখমন্ডলের ৭০ভাগসহ বুক ঝলসে যায়। সে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি রয়েছে।
তিনি আরো জানান, এ ঘটনার পর সালমার বাবা বেলকুচি থানায় মামলা দায়ের। মামলার পর থেকেই র্যাব তাকে খুঁজতে থাকে। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে ২০ নভেম্বর সন্ধ্যার দিকে টাঙ্গাইলের কালিহাতী থানার উতরাইল বটতলা বাজার থেকে সাইফুলকে গ্রেফতার করা হয়।
সংবাদ সম্মেলনে গৃহবধুর বাবা সোলায়মান হোসেন কান্নাজড়িত কন্ঠে মেয়েকে এসিড নিক্ষেপকারী কঠোর শাস্তি দাবী জানান।





ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪