মঙ্গলবার ● ৬ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » মানুষের ভালবাসাই আমার চাওয়া : জসিম উদ্দিন মজুমদার
মানুষের ভালবাসাই আমার চাওয়া : জসিম উদ্দিন মজুমদার
মাটিরাঙ্গা প্রতিনিধি :: অর্থ সম্পদ নয়, মানুষের ভালবাসাই আমার একমাত্র চাওয়া। মানুষের ভালবাসা নিয়েই আমি জীবনের শেষ নি:শ্বাস ত্যাগ করতে চাই। আর্ত-মানবতার সেবার ব্রত নিয়ে রেডক্রিসেন্ট সোসাইটির পথচলা উল্লেখ করে তিনি বলেন, এ আন্দোলনের সাথে তারাই থাকে বা তাদেরই থাকার সৌভাগ্য হয় যারা মানুষের জন্য নিবেদিত। ৬ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় জেলার মাটিরাঙ্গায় যুব রেডক্রিসেন্ট ইউনিটের সদস্যদের উষ্ণ শুভেচ্ছার জবাবে খাগড়াছড়ি জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন মজুমদার উপরোক্ত কথা বলেন।
স্থানীয় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মুজিবুর রহমান ভুইয়া, মাটিরাঙ্গা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আবদুর রহিম, মাটিরাঙ্গা উপজেলা যুব রেডক্রিসেন্ট ইউনিটের যুব উপ-প্রধান-১ মো. ফরিদ উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
খাগড়াছড়ি জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক ও আইনজীবি মো. জসিম উদ্দিন মজুমদার যুব রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যদের আর্তমানবতার সেবার ব্রত নিয়ে কাজ করার আহবান জানিয়ে বলেন, মানুষ অর্থ, প্রভাব ও প্রতিপত্তি নয়, তার কাজের মাধ্যমেই বেঁচে থাকবে।
এসময় মাটিরাঙ্গা উপজেলা যুব রেডক্রিসেন্ট ইউনিটের নেতৃবৃন্দের কমল কৃষ্ণ দে, মাসুদ রানা হৃদয়, মো. আবু হানিফ, মো. ইব্রাহিম খলিল, মো. আবদুল মালেক ও মো. মাইন উদ্দিন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
পরে তিনি মাটিরাঙ্গা প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দের সাথেও শুভেচ্ছা বিনিময় করেন।
তিনি তাকে নির্বাচনে বিজয়ী করার জন্য সাংবাদিক নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি ভবিষ্যতেও সাংবাদিকদের সমর্থন সহযোগিতা কামনা করেন।
এসময় মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি এম এম জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল, সাধারন সম্পাদক মুজিবুর রহমান ভুইয়া ও অর্থসম্পাদক অন্তর মাহমুদসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।





খাগড়াছড়ির দীঘিনালায় মহিলা জামায়াতের সমাবেশ
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
খাগড়াছড়ির সহিংসতায় তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে : সুপ্রদীপ চাকমা
খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র সহ এমএলপি এর দুই সন্ত্রাসী আটক
গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ
খাগড়াছড়িতে জামায়াতে ইসলামীর গণমিছিল