বৃহস্পতিবার ● ৫ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » বরগুনায় ডিজিটাল মেলা শুরু
বরগুনায় ডিজিটাল মেলা শুরু
বরগুনা জেলা প্রতিনিধি :: (২২ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.৩৩মি.) প্রধানমন্ত্রী কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের সহযোগিতায় বরগুনা সার্কিট হাউজ মাঠে ৫ জানুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ৩ দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা। বরগুনা জেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে।
মেলায় মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে লোকবেতার এফএম ৯৯.২।
মেলার উদ্বোধনী অনুষ্ঠান লোকবেতারে সরাসরি সম্প্রচার করা হয়েছে।
সমাপনী অনুষ্ঠানসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানও প্রচারিত হবে লোকবেতারে। বৃহস্পতিবার সকাল ১০টায় করা হয়েছে বর্নাঢ্য র্যালী, বেলা ১১ টায় শুরু হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান।
প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. গাউস।
আলোচনা সভার সভাপতিত্ব করেন বরগুনা জেলা প্রশাসক ড. মহাম্মদ বশিরুল আলম।

বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার বিজয় বসাক পিপিএম, জেলা সিভিল সার্জন ডা. জসীম উদ্দীন হাওলাদার, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুস সালাম ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রশিদ মিয়া।
আলোচনায় অংশ গ্রহন করেন মেলা আয়োজন কমিটির আহবায়ক মো. নুরুজ্জামান, সদস্য সচিব প্রকৌশলী মাইনুল আহসান ও বরগুনা প্রেসক্লাবের সভাপতি জাকির
হোসেন মিরাজ।
এবারের মেলায় ৬৫টি প্রতিষ্ঠান অংশগ্রহন করেছে। প্রতিদিনই বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা ও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।
সেই সাথে চলছে সিটিজেন ভয়েজ-বরগুনার জন্য বন্ধু সংগ্রহ অভিযান। যারা এ ফেসবুক পাতায় সবচেয়ে বেশী বন্ধু যুক্ত করবেন। তাদের মধ্যে থেকে ৩ জনকে দেয়া হবে পুরস্কার।
সিটিজেন ভয়েজ পাতায় বরগুনার সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরা হচ্ছে। তাৎক্ষনিকভাবে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। বরগুনার উন্নয়নে এ
পাতাটি প্রশংসনীয় ভুমিকা পালন করছে।

      
      
      



    সাংবাদিকদের উপরে হামলাকারী-হুমকিদাতাদের ছাড় দেওয়া হবেনা    
    চুয়েটের আয়কর ও ই-রিটার্ন বিষয়ক কর্মশালায় অনুষ্ঠিত    
    বিশ্ব র্যাঙ্কিংয়ে চুয়েট দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৬ষ্ঠ    
    পার্বত্য অঞ্চলের ক্রীড়া উন্নয়নের নৈপথ্যের নায়ক নির্মল বড়ুয়া মিলন    
    ইষ্টওয়েষ্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে রাঙামাটিতে সাংবাদিকদের মৌন মানববন্ধন    
    দৈনিক গিরিদর্পণ পত্রিকার পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন    
    আবু সাঈদের নামে বাংলা নতুন ফন্ট উন্মুক্ত    
    পর্নোগ্রাফি ও চাঁদাবাজি মামলায় কথিত গণমাধ্যমকর্মী হাসান গ্রেফতার    
    গণমাধ্যমের  স্বাধীনতা একশ্রেণীর মাফিয়া চক্রের হাতে জিম্মি হয়ে আছে    
    রাবিপ্রবি’তে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী