বুধবার ● ১৮ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » কাপাসিয়াতে কুকুরের কামড়ে শিক্ষার্থীসহ আহত ৮
কাপাসিয়াতে কুকুরের কামড়ে শিক্ষার্থীসহ আহত ৮
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৫মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.০৬মি.) গাজীপুরের কাপাসিয়া উপজেলায় পাগলা কুকুরের কামড়ে শিশু শিক্ষার্থীসহ অন্তত ৮ নারী-পুরুষ আহত হয়েছে। আহতরা ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে।
আহতরা হলেন লোহাদী গ্রামের ওয়াসিফ (৩), আমরাইদ গ্রামের জামালের ছেলে তাকবির (৫), দরগা গ্রামের মোছলেম (৩২), একই গ্রামের মানিকের ছেলে, বরহর গ্রামের সিরাজ উদ্দিনের মেয়ে, বেলাশী গ্রামের শাহ আলমের মেয়ে, দুলর্ভপুর গ্রামের মো. সায়েব আলীর স্ত্রী (৫০) ও আমরাইদ বাজারের ব্যবসায়ী বিল্লালের মেয়ে সাদিয়া (৪)।
লোহাদী দারুল উলুম বালিকা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুল বারিক সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ১৫ জানুয়ারি রবিবার বিকেল ৪ টায় আমার নাতনি ওয়াসিফ তার মায়ের কোলে ছিল। পাগলা কুকুর এসে লাফ দিয়ে শিশুটির মুখ ছিড়ে ফেলে। এখন ঢাকা মেডিকেল হাসপাতালের ৪ তলায় আছি।
বড়হর গ্রামের সিরাজ উদ্দিন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আমার মেয়েকে কুকুর কামড়াইছে। চেয়ারম্যান এর সার্টিফিকেট দরকার। মেয়েকে ইনজেকশান দিলে সার্টিফিকেট লাগে। কি যে করি। আরো মানুষকে কামড়াচ্ছে। কোনো ব্যবস্থা নেই।
স্থানীয় হোমিও ডাক্তার ও সহকারি শিক্ষক ফজলুল হক সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, কুকুরের ভয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে ভয় পাচ্ছে। স্থানীয় চেয়ারম্যান আবদুল হাই সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, এ ব্যাপারে ব্যবস্থা নেয়া অতীব জরুরী।
উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. মো. আনিসুর রহমান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, হাইকোর্ট এর নির্দেশ মোতাবেক সরকারিভাবে কুকুর নিধনে আমরা বিভাগীয় কোনো ব্যবস্থা নিতে পারি না।





ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪