রবিবার ● ২৯ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে বালিকা বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও নবীন বরন
কাউখালীতে বালিকা বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও নবীন বরন
কাউখালী প্রতিনিধি :: (১৬ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৫মি.) কাউখালী উপজেলা সদরস্থ কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০১৭ইং সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও নবীন বরন অনুষ্ঠান ২৯ জানুয়ারি রবিবার সকাল ১০টায় বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বিদায় ও বরন উপলক্ষে এক আলোচনা সভা কাউখালী উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম চৌধুরী (চৌচামং)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এ্যানি চাকমা কৃপা, উপজেলা ভাইস-চেয়ারম্যান মংসুইউ চৌধুরী ডুমং,সাংবাদিক মো. ওমর ফারুক, বিদ্যালয় পিটিআই সভাপতি মো. বদিউজ্জামান সওদাগর।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, অভিভাবক থোয়াইচিমং মারমা, শিক্ষক মো. জাহেদুল আলম, শিক্ষক মো. নাছির উদ্দিন, বিদায়ী ছাত্রীদের পক্ষে হাসনা হেনা, বরন ছাত্রীদের পক্ষে ১০ম শ্রেণীর ছাত্রী আমেনা বেগম, মান পত্র পাঠ করেন বিদায়ী ছাত্রী প্রমি দাশ।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাদের।
আলোচনা সভা শুরুর পুর্বে প্রধান অতিথি নবীন ছাত্রীদের ফুল দিয়ে বরন করেন। পরে বিদায়ী এসএসসি পরিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। আলোচনা সভা শেষে এসএসসি পরিক্ষার্থীদের সফলতা কমনা করে দোয়া করেন মাওলানা মো. আব্দুল মান্নান প্রমুখ। এ সময় অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রী, শিক্ষক,শিক্ষিকা, অভিভাবক সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন মাষ্ঠার প্রকাশ কান্তি দাশ





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন