শুক্রবার ● ৩ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়ি পৌর মেয়রসহ আট জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
খাগড়াছড়ি পৌর মেয়রসহ আট জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরীর ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলমসহ আট আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার খাগড়াছড়ি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ার মো. নোমান তাদের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
খাগড়াছড়ি কোট ইন্সপেক্টর মো. শফিকুল ইসলাম খবরের সত্যতা স্বীকার করে বলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরীর ওপর হামলার ঘটনায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ হোসেন বাদি হয়ে খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলমকে প্রধান করে ৩৮ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলার অভিযুক্তরা অন্তবর্তীকালিন জামিনে ছিলেন।
বৃহস্পতিবার নির্ধারিত হাজিরা তারিখে আদালতে হাজির না হওয়ায় আদালত জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন । গ্রেফতারি পরোয়ানা জারিকৃত অপরাপর আসামীরা হচ্ছে, হুদয় মারমা, ফারুক, মো. জামাল, রাহুল, শরিফ, শামীম গাজি ও মিন্টু।
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা এক বিবৃতিতে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চেীধুরীর ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম সহ অপরাপর আসামীদের দ্রুত গ্রেফতারের জোর দাবি জানান।
উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি সকালে খাগড়াছড়ি জেলা শহরের নারকেল বাগান এলাকায় প্রতিপক্ষের সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সনাতন সম্প্রদায়ের নেতা নির্মলেন্দু চৌধুরী। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা তাকে চট্টগ্রামে এবং অবস্থার অবনতি হওয়ায় সর্বশেষ তাকে ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় খাগড়াছড়ি জেলা আ’লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম, তার ছোট ভাই পৌর মেয়র রফিকুল আলমসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক জাবেদ হোসেন।





আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং