শনিবার ● ১৮ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » খুলনা বিভাগ » দক্ষিণ হোগলাবুনিয়া সুরাতুন্নেছা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষকের অভাবে বন্ধের পথে
দক্ষিণ হোগলাবুনিয়া সুরাতুন্নেছা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষকের অভাবে বন্ধের পথে

বাগেরহাট প্রতিনিধি :: (৬ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৩মি.) বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দক্ষিণ হোগলাবুনিয়া সুরাতুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকের অভাবে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। গেল পিএসসি পরীক্ষায় কোন শিক্ষার্থী অংশ নেয়নি। একজন শিক্ষক দিয়ে বিদ্যালয়ের শিক্ষা নামের বাতিটি জ্বালিয়ে রাখা হয়েছে মাত্র। নেই শিক্ষার্থীদের জন্য বিস্কুট। নেই কোন সরকারী অনুদান।
সরকার সারা দেশে বিদ্যালয়বিহীন এলাকায় ১৫ শ’ প্রাথমিক বিদ্যালয় স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় মোরেলগঞ্জে বিদ্যালয়বিহীন এলাকায় ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়। ৭০ লক্ষ ২৯ হাজার ৮ শ’ ১৮ টাকা প্রাকল্পিক ব্যায়ে ৪ তলা ফাউন্ডেশন সহ ১ তলা বিদ্যালয়ের এ ভবন নির্মিত হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অর্থায়নে এলজিইডি বাস্তবায়নে ২০১৫ সালের ৪ এপ্রিল বাগেরাহাট-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ মোজাম্মেল হোসেন এ বিদ্যালয়ের উদ্ধোধন করেন। উদ্ধোধনের প্রায় ২ বছরের মধ্যে উপজেলা শিক্ষা দপ্তর থেকে কোন শিক্ষক নিয়োগ দেয়া হয়নি। যার কারনে বিদ্যালয়টি ছিল শিক্ষার্থী শূণ্য। এনিয়ে অনেক দেন দরবারের পর চলতি বছরের ১ জানুয়ারীতে একজন শিক্ষক নিয়োগ দেয়া হয়। বিদ্যায়ের ম্যানেজিং কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য হারুন-অর-রশিদ জানান, বিদ্যালয়ের লেখপড়ার দৈন্য দশার কারনে নিজের অর্থায়নে একজন শিক্ষিকাকে সাময়িকভাবে নিয়োগ দেয়া হয়েছে। শিক্ষক স্বপ্লতার কারনে এলাকার শিক্ষার্থীরা এলাকা থেকে ২ কিলোমিটার দূরের বিদ্যালয়ে যেতে বাধ্য হচ্ছে। তাছাড়া শিক্ষার্থীদের জন্য বিস্কুট বরাদ্ধ না থাকায় যে কয়েকজন শিক্ষার্র্র্থী রয়েছে তাও যাবার উপক্রম। ইউপি সদস্যা জানান, হেলেনা রশিদ সর্বস্তরে শিক্ষার আলো পৌঁছাতে সরকারের দৃঢ় পদক্ষেপ থাকলেও এ বিদ্যালয়টি শিক্ষকের অভাবে বন্ধ হবে এটা অত্যন্ত দুঃখজনক। উপজেলা শিক্ষা অফিসার মোঃ আনিছুর রহমান জানান, শিক্ষক স্বপ্লতার কারনে এ সমস্যার সৃষ্টি হয়েছে। তবে অনতিবিলম্বে ঐ বিদ্যালয়ের সমস্যা সমাধানে ব্যবস্থা নেয়া হচ্ছে।##





কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে
কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ
ফারাক্কার বিরূপ প্রভাবে কুষ্টিয়ার ৫০ হাজার মানুষ পানিবন্দি