সোমবার ● ২৭ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়ি মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির প্রতিবাদ সমাবেশ
খাগড়াছড়ি মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির প্রতিবাদ সমাবেশ
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি ::(১৫ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সন্ধ্যা ৭.০৩ মি.) অনিয়মের অভিযোগে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রইছ উদ্দিনের দায়ের করা পিটিশনের প্রেক্ষিতে খাগড়াছড়িতে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।
এছাড়া একই অভিযোগ এনে গত ১৫ ফেব্রুয়ারী খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে মুক্তিযোদ্ধাদের পৃথক একটি গ্রুপ।
তবে অনিয়মের ও দুর্নীতির অভিযোগ প্রত্যাখান করে ২৭ ফেব্রুয়ারী সকালে মাটিরাঙ্গা উপজেলায় প্রতিবাদ সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি। বেলা সাড়ে ১১টায় মাটিারঙ্গা উপজেলা সদর তবলছড়ি চত্বরে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি আলী আশ্রাফ, সদস্য মো. আবুল হাশেম, মুক্তিযোদ্ধা মো. হানিফ হাওলাদার ও মৃত মুক্তিযোদ্ধা হাফেজ আহম্মদের সন্তান নাজমুল হাসান চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ে কোন প্রকার অনিয়ম হয়নি। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রইছ উদ্দিনকে যাচাই-বাছাই কমিটির সভাপতি না করায় ক্ষুব্ধ হয়ে ষড়যন্ত্রে নেমেছেন এবং তার পছন্দমতো লোকদের সুপারিশ না করায় অনিয়মের অপপ্রচার চালাচ্ছেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা, খাগড়াছড়ি মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে অনিয়ম করা হয়নি বরং সরকারী নির্দেশনা যথাযথ মানা হয়েছে বলে দাবী করেন।
দেশের মানুষের কাছে মুক্তিযোদ্ধাদের ভাবমুর্তি নষ্ট করার জন্য তারা এ রকম অপপ্রচারে লিপ্ত হয়েছে। ১৫ ফেব্রুয়ারী খাগড়াছড়ি জেলা সদর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আবদুর রহমান সংবাদ সম্মেলনের মাধ্যমে যে সব অভিযোগ করেছেন তা তারা ঘৃনা ভরে প্রত্যাখান করেন। সরকারের নিকট ২০১২ সাল হতে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রইচ উদ্দিনের বিরুদ্ধে আগে থেকেই অভিযোগ ছিল,বলেই তাকে যাচাই বাছাই কমিটি থেকে বাদ দেয়া হয়েছিল বলে তারা জানান।
এছাড়া তিনি এ জেলার মুক্তিযোদ্ধাও না। বক্তারা জেলা প্রশাসকের দৃষ্টি আর্কষণ করে বলেন,শুধুমাত্র সনদ দিয়ে যারা ভাতা ভোগ করছেন এবং ২০০৫ সালের গেজেট দিয়ে যারা ভাতা ভোগ করছেন তাদেরকেও যাচাই বাছাইয়ের আওতায় আনার জন্য জোর দাবী জানান।
প্রতিবাদ সমাবেশের সভাপতি ও যাচাই বাছাই কমিটির সভাপতি বলেন,আমাদের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট। পরিকল্পিতভাবে সংবাদ সম্মেলনে মিথ্যা অভিযোগ করা হয়েছে। আমরা মিথ্যা অভিযোগের প্রতিবাদ ও নিন্দা জানাই।





মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
খাগড়াছড়ির সহিংসতায় তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে : সুপ্রদীপ চাকমা
খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র সহ এমএলপি এর দুই সন্ত্রাসী আটক
গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ
খাগড়াছড়িতে জামায়াতে ইসলামীর গণমিছিল
খাগড়াছড়িতে এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা
সাড়ে ৩ মাসেও উদ্ধার হয়নি অপহৃত টেলিকম ৪ কর্মী