বৃহস্পতিবার ● ২৩ মার্চ ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহত ২
গাজীপুরে ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহত ২
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৯ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.০৭মি.) গাজীপুর ট্রাকের সঙ্গে সংঘর্ষে লেগুনার দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত পাঁচজন।
২৩ মার্চ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া-বাইপাস সড়কের অছি নগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা যায়নি তবে তাদের বয়স আনুমানিক ৩৫ বছর।
আহতরা হলেন গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা এলাকার শাহজাহান মিয়ার ছেলে আশরাফুল ইসলাম (২৫), নলজানী এলাকার নবী নেওয়াজের ছেলে আবুল হাসেম (৩৪), ভুরুলিয়া এলাকার ইদ্রিস আলীর ছেলে মাসুদসহ (৩৫), ইউনুছ তালুকদার (৩২), রুবেল (৩৫) কে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোঃ আব্দুস সালাম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে কোনাবাড়ি থেকে ভোগড়া বাইপাস মোড়গামী একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী একটি লেগুনার সংঘর্ষ হয়। এতে লেগুনায় থাকা কমপক্ষে সাত যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ প্রণয় ভূষণ দাস জানান, নিহত অবস্থায় অজ্ঞাত দুই যুবকের লাশ এবং আরও পাঁচজনকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে আনা হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।





সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
ঢাকায় পানাম গ্রুপের আনন্দ উৎসব
গাজীপুরে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
গাজীপুরে শহীদ বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১৫০০ শিক্ষার্থী
গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে
গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল
রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন