শনিবার ● ২৫ মার্চ ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে শিক্ষার্থীদের মাঝে শুদ্ধ সোশ্যাল অর্গানাইজেশন
সিলেটে শিক্ষার্থীদের মাঝে শুদ্ধ সোশ্যাল অর্গানাইজেশন
হাফিজুল ইসলাম লস্কর :: (১১ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.০৫মি.) সিলেটের দক্ষিন সুরমা ডিগ্রী কলেজে সাড়ে তিনশো শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেছে শুদ্ধ সোশ্যাল অর্গানাইজেশন।
রক্তদান হোক মানবতার শ্রেষ্ঠ উপহার এ প্রতিপদ্যকে সামনে নিয়ে সেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে এবং স্বেচ্ছায় রক্তদাতা তৈরির লক্ষ্যে ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকাল ৯ টায় আর্ক রিয়েল এস্টেট’র সহযোগিতায় এ ক্যাম্পেইন শুরু হয়ে চলে দুপুর পর্যন্ত। কর্মসূচীতে শিক্ষার্থীরা আনন্দমুখর পরিবেশে অংশগ্রহন করে নিজেদের রক্তের গ্রুপ জেনে নেন।
কর্মসূচীতে আশেপাশের অনেক সাধারণ মানুষকেও রক্তের গ্রুপ নির্ণয় করে দেয়া হয়। হিমেল আহমেদ এর পরিচালনায় কর্মসূচী উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মো. শামসুল ইসলাম ও আর্ক রিয়েল এস্টেট ক্যাম্পেইনের পরিচালক হেলাল আহমদ। এসময় তারা শিক্ষার্থীদের রক্তদানে উৎসাহিত করেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের প্রভাষক খালেদ আহমদ, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক শাহানা বেগম, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মুহিবুর রহমান উপস্থিত ছিলেন।
শুদ্ধ সোশ্যাল অর্গানাইজেশন এর সদস্য এবং স্বেচ্ছাসেবকদের মধ্যে উপস্থিত ছিলেন তানভীর ইসলাম, রাবেল আহমদ, কাওছার আহমদ, কাকলী, লুৎফা, নাজিউর, শুভ, হাবিব, মুন্না, সোমা, আারাফাত হোসেন, সারোয়ার, মনি, সুখী, আফছানা, সুজন, শাহরিয়ার, তানভীর, আশিকুর, রামিম, ফাহিম, ইমা, ভাস্কর, তামান্না, রূপা, রাসেল, ইকবাল প্রমুখ।





প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই