রবিবার ● ২৬ মার্চ ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে মহান স্বাধীনতা দিবস পালিত
খাগড়াছড়িতে মহান স্বাধীনতা দিবস পালিত
খাগড়াছড়ি প্রতিনিধি :: (১২ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২৮মি.) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস খাগড়াছড়িতে নানা আয়োজনে পালিত হয়েছে। প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা হয়।
এর পর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রইচ উদ্দিন, টাস্কফোর্স চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা,স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, সদর জোন কমান্ডার জি এম সোহাগ, খাগড়াছড়ি এপিবিএন কমান্ড্যান্ট অতিরিক্ত ডিআইজি মো. আওরংজেব মাহবুব জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম, পুলিশ সুপার আলী আহমেদ খান,পৌরসভা,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, আওয়ামীলীগ ও বিএনপিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে ফুল দেন।
পরে খাগড়াছড়ি স্টেডিয়ামে কুচকাওয়াজে সালাম গ্রহন করেন জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলামও পুলিশ সুপার আলী আহমেদ খান।
এদিকে জেলা আওয়ামী লীগের অপর অংশের সাধারণ সম্পাদক জাহেদুল আলমের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে একইভাবে টাউন হলের সামনে স্থাপিত মুক্তিযুদ্ধে চেতনা মঞ্চে ও বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতি ও মাইনী ভ্যালীস্থ ‘মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে’ পুস্পমাল্য অর্পণ করেন। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমির দত্ত, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম সফি, খাগড়াছড়ি পৌরসভা মেয়র রফিকুল আলম, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।





খাগড়াছড়ির দীঘিনালায় মহিলা জামায়াতের সমাবেশ
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
খাগড়াছড়ির সহিংসতায় তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে : সুপ্রদীপ চাকমা
খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র সহ এমএলপি এর দুই সন্ত্রাসী আটক
গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ
খাগড়াছড়িতে জামায়াতে ইসলামীর গণমিছিল
খাগড়াছড়িতে এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা