সোমবার ● ৯ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » গাজীপুর সিটি মেয়র মান্নান আরো এক মামলায় গ্রেফতার
গাজীপুর সিটি মেয়র মান্নান আরো এক মামলায় গ্রেফতার

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর প্রতিনিধি :: গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এমএ মান্নানকে নাশকতার আরো একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ৷
৯ নভেম্বর সোমবার শুনানি শেষে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মনোয়ারা বেগম তাকে গ্রেফতারের (শোন এরেস্ট) আদেশ দেন ৷
গাজীপুরের কোর্ট পরিদর্শক মো. রবিউল ইসলাম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, ২০১৫ সালের ১৩ জানুয়ারী মঙ্গলবার বিএনপি-জামায়াত জোটের ডাকা অবরোধ চলাকালে মহানগরীর মোগরখাল এলাকায় ঢাকা বাইপাস সড়কে একটি কাভার্ড ভ্যানে অগি্নসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় অধ্যাপক এমএ মান্নানকে শোন এরেস্ট দেখানো হয়েছে ৷ এ ঘটনায় ১৪ জানুয়ারী বুধবার জয়দেবপুর থানার এএসআই মো. আব্দুস সালাম বাদী হয়ে ৭৪ জনের নামে এবং ২৫ জনকে অজ্ঞাত আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন৷ এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক মো. মিষ্টি ও চালক ফারম্নক হোসেন আহত হয়ে ছিল৷
জানা যায়, জয়দেবপুর থানার এসআই মোবারক হোসেন রবিবার এ মামলায় অধ্যাপক এমএ মান্নানকে গ্রেফতার দেখানোর জন্য আদালতে আবেদন করেন৷ আবেদনে তিনি উলেস্নখ করেন, অধ্যাপক এমএ মান্নানের প্রত্যক্ষ ও পরোক্ষ প্ররোচনায় মামলার আসামিরা নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে একটি কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয় ৷ এছাড়া জেলার বিভিন্ন স্থানে এরূপে একাধিক ঘটনা সংঘটিত করে জনগণের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি নাশকতা ও ধ্বংসাত্মক কার্যকলাপ করেছেন ৷ মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে অধ্যাপক এমএ মান্নানকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয় ৷
অধ্যাপক এমএ মান্নানের আইনজীবী মঞ্জুর মোর্শেদ প্রিন্স আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, রবিবার বিচারপতি শরিফ আহম্মদ ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ মেয়র মান্নানকে ছয় মাসের অনত্মবর্তীকালীন জামিন মঞ্জুর করেছিলেন ৷ ফলে অধ্যাপক এমএ মান্নানের কারামুক্তিতে আইনগত কোনো বাধা ছিল না ৷ ৯ নভেম্বর সোমবার নতুন করে আরেকটি মামলায় শোন এরেস্ট দেখানোর ফলে সহসাই তার মুক্তি মিলছে না ৷
তিনি আরো জানান, সর্বশেষ রবিবার পর্যন্ত ১৬টি মামলায় জামিন পান অধ্যাপক এমএ মান্নান৷ উচ্চ আদালতে সবকটি মামলায় জামিন পাওয়ার পর অন্যায়ভাবে তাকে আরো একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ৷
আপলোড : ৯ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৯.২৭ মিঃ





বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর