সোমবার ● ১৭ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » বিটি বেগুনের চাষ করে বাগেরহাটে কৃষকের মুখে হাসি
বিটি বেগুনের চাষ করে বাগেরহাটে কৃষকের মুখে হাসি
বাগেরহাট প্রতিনিধি :: (৪ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.০৬মি.)                                               কোন কটনাশক কিংবা বালাইনাশক স্প্রে ছাড়াই উৎপাদিত বিটি বেগুন-৩  চাষে বেশ জনপ্রিয়তা পাচ্ছে এবং কৃষকের মুখে হাসি ফুটেছে। চাষীরা স্থানীয় জাতের এ বেগুন চাষে চাষীদের আগ্রহ বাড়ছে।
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দুটি ইউনিয়নের ৪টি প্রদশর্ণীর মাধ্যমে পরীক্ষামূলক চাষাবাদ করা হয়। ২০১৬-১৭ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে ও উপজেলা কৃষি দপ্তরের উদ্দ্যেগে এ প্রদশর্ণী বাস্তবায়িত হচ্ছে। পুটিখালী ইউনিয়নের কৃষক আলতাফ শেখ গত বছরের ১১ নভেম্বর ৩৩ শতক জমিতে বিটি বেগুন-৩ চাষাবাদ করেন।
৩ মাসের মধ্যে ফলন তোলার উপযোগী হয় এ বেগুন। এপ্রিলের শুরুতে তিনি ফলন তুলে বাজারজাত শুরু করেছেন। তিনি জানান, এ বেগুনটি স্থানীয় জাতের হলেও এতে কীটনাশক কিংবা বালাইনাশক স্প্রে প্রয়োজন হয়না।
স্থানীয় জাতের বেগুন শতকরা ৩০ ভাগ ফসল পোকায় ক্ষতি করে এবং প্রতি সপ্তাহে কমপক্ষে ২ বার কীটনাশক স্প্রে করতে হয়। সেখানে বিটি বেগুনে কোন স্প্রে করাতে হয়না। যার কারনে আর্থিকভাবে অনেক সাশ্রয় ও পরিশ্রম কম হয়।
উপজেলা কৃষি অফিসার অনুপম রায় জানান, বিটি বেগুন জাতের বিশেষ গুন হল এর ডগা ও ফল ছিদ্রকারী পোকা প্রতিরোধী।
এ জাতের বেগুন চাষে চাষদের উদ্ধুদ্ধকরণের লক্ষ্যে পুটিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৬ এপ্রিল রবিবার মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এ মাঠ দিবসে শতাধিক কৃষক কৃষানী উপস্থিত হয়।
এ মাঠ দিবসে কৃষক আলতাফ শেখের উৎপাদিত বিটি বেগুন প্রদর্শণ করা হয়। বিটি বেগুন-৩ এর চাষাবাদ, গুনাগুন ও ফলাফলে চাষরিা ব্যাপকভাবে উৎসাহিত হয়।
এ মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত পিজিবি প্রকল্প পরিচালক জিএম রুহুল আমীন।

      
      
      



    ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা    
    কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় :  উপযুক্ত দাম নাই    
    চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের    
    খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা    
    ঠিকাদার-বিসিকের টানাপোড়নে আটকে আছে রাউজান বিসিক শিল্প নগরী কাজ    
    রাউজানে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট    
    ঈদকে সামনে রেখে আত্রাইয়ে প্রস্তুত ৪৮ হাজার কোরবানির পশু    
    আক্কেলপুরে দ্রব্যমূল্যের ঊধর্বগতি দিশেহারা মানুষ    
    বিশ্বনাথে এবি ব্যাংকের উপশাখার শুভ উদ্বোধন    
    আকমল পর্তুগালে দেশের সেরা তৃতীয় রেমিট্যান্সযোদ্ধা নির্বাচিত