শনিবার ● ৬ মে ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » বরগুনায় বিএনপির কর্মী সমাবেশ
বরগুনায় বিএনপির কর্মী সমাবেশ

বরগুনা প্রতিনিধি :: (২৩ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংরাদেশ সময় রাত ১০.৫৫মি.) বরগুনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৬ মে শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্স হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বরগুনা জেলা বিএনপির সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ- শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ-উজ-জামান মামুন মোল্লা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম মোল্লা ও সাবেক এমপি মতিউর রহমান তালুকদার ।
অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী তার বক্তব্যো বলেন, বেগম খালেদা জিয়ার ঘাটি, বরগুনার মাটি। বিএনপির নেতাকর্মীদের সেই অনুযায়ী কাজ করতে হবে। বিএনপি পুনরায় ক্ষমতায় আসবে। এসময় তিনি আরো বলেন, তৃনমূল থেকে শুরু করে উচ্চ নেতৃত্বে স্থানীয় সকল নেতাকর্মীকে সমান ভাগে মাঠে কাজ চালিয়ে যেতে হবে।
সমাবেশে বরগুনা জেলা, উপজেলা পর্যায়ের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ অনুষ্ঠানে সার্বিক তত্বাবধানে ছিলেন, বরগুনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলাম।





আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই
কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন
আত্রাইয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন