শনিবার ● ৬ মে ২০১৭
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » খামারিদের বাঁচতে দিন, নয়তো বুকে গুলি দিন
খামারিদের বাঁচতে দিন, নয়তো বুকে গুলি দিন
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৩ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৫৮মি.) ডিমের মূল্য বৃদ্ধির দাবিতে গাজীপুরের শ্রীপুরের মাওনা পোল্ট্রি ফিড ও ডিম ব্যবসায়ী সমিতি মানববন্ধন ও মহাসড়কে ডিম ভেঙে প্রতিবাদ জানিয়েছেন।
৬ মে রবিবার গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের মাওনায় গাজীপুরের প্রান্তিক খামারিরা এই মানববন্ধন করেন।
এ সময় তাদের হাতে নানা স্লোগান সংযুক্ত ব্যানার ও বুকে প্ল্যাকার্ড ঝুলানো ছিল। এতে লিখা ছিল ‘পোল্ট্রি খামারিদের বাঁচতে দিন, নয়তো বুকে গুলি দিন।’

খামারিরা জানান, ব্রয়লার ও লেয়ারের বাচ্চার মূল্য যেখানে ৩০/৩২ টাকা হওয়ার কথা সেখানে প্রতিটি বাচ্চা ১০০ থেকে ১৫০ টাকায় ক্রয় করতে হচ্ছে। কিন্তু খামারিরা ডিমের ন্যায্য মূল্য পাচ্ছে না। আর বাচ্চা ও খাদ্যের মূল্য বেশি দিতে দিতে পুঁজি হারা হয়ে খামারিরা বেকার ও খামার বন্ধ হয়ে যাচ্ছে।
পোল্ট্রি শিল্পের নীতিমালা দাবি, বাচ্চা ও খাদ্যের দাম কমানো ও ডিমের মূল্য বৃদ্ধির দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন ও সড়কে ডিম ভেঙে এই প্রতিবাদ জানায় খামারিরা। আগামী ৭ দিনের মধ্যে দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন খামারি ও সংশ্লিষ্ট খাতের নেতারা।
শ্রীপুর পোলট্রি খামার সমিতির সভাপতি আব্দুল মতিন বলেন, শ্রীপুরে বর্তমানে সাড়ে তিন হাজারের উপরে ছোট বড় খামার রয়েছে। গত কয়েকদিনের লোকসানে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে অনেক খামার।

      
      
      



    ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা    
    কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় :  উপযুক্ত দাম নাই    
    চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের    
    খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা    
    ঠিকাদার-বিসিকের টানাপোড়নে আটকে আছে রাউজান বিসিক শিল্প নগরী কাজ    
    রাউজানে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট    
    ঈদকে সামনে রেখে আত্রাইয়ে প্রস্তুত ৪৮ হাজার কোরবানির পশু    
    আক্কেলপুরে দ্রব্যমূল্যের ঊধর্বগতি দিশেহারা মানুষ    
    বিশ্বনাথে এবি ব্যাংকের উপশাখার শুভ উদ্বোধন    
    আকমল পর্তুগালে দেশের সেরা তৃতীয় রেমিট্যান্সযোদ্ধা নির্বাচিত