মঙ্গলবার ● ১৬ মে ২০১৭
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » রমজান মাসে দ্রব্য মূল্য সহনীয় রাখার জন্য ঝালকাঠি পুলিশ সুপারের আহবান
রমজান মাসে দ্রব্য মূল্য সহনীয় রাখার জন্য ঝালকাঠি পুলিশ সুপারের আহবান
ঝালাকাঠি প্রতিনিধি :: (২ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০৭মি.) রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় রাখার আহবান জানালেন জেলা পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান। তিনি ১৬ মে মঙ্গলবার ঝালকাঠি চেম্বার অব কমার্সের ভবনে বেলা ১২ টার সময় জেলার ব্যবসায়ী নেতাদের সাথে এক মতবিনিময় সভা করেন।
চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি ও জেলা পরিষদ সদস্য এবং পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান। বক্তব্য রাখেন চেম্বারের পরিচালক ও বরিশাল বিভাগীয় পেট্রোল পাম্প ও লড়ি মালিক সমিতি’র সাধারন সম্পাদক মীর আহসান উদ্দিন পারভেজ, পরিচালক জালাল আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ আব্দুল রকিব, চেম্বারের সহ সভাপতি কবির হোসেন আকন, শাহ আলম শাহিম, আবু বকর খান বাচ্চু, খোকন লাল ভ্রম্ম, নাজমুল আলম বাবু ও অফিসার ইনচার্জ (ওসি) মো. তাজুল ইসলাম, ডিবি ইন্সপেক্টর মো. কামরুজ্জামান, টিআই বিদ্যৃৎ, পুলিশ সুপার অফিসের ডিআইওয়ান প্রমুখ।