বুধবার ● ৭ জুন ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » আশ্রয়ন প্রকল্পবাসীদের কর্মবীর হিসেবে গড়ে তোলা হবে: ঢাকা বিভাগীয় কমিশনার
আশ্রয়ন প্রকল্পবাসীদের কর্মবীর হিসেবে গড়ে তোলা হবে: ঢাকা বিভাগীয় কমিশনার
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৪ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.১৮মি.) সরকার ছিন্নমূল মানুষের জীবন মান উন্নয়নের লক্ষ্যে প্রকল্প গ্রহন করেছে। সারা দেশে আশ্রয়ন প্রকল্প বাসীদের কর্মবীর হিসেবে গড়ে তোলা হবে। সমাজের অবহেলিত জনগোষ্ঠি কর্মবীরে পরিণত হবে।
৭ জুন বুধবার সকালে গাজীপুরের শ্রীপুরে কেওয়া চন্না পাড়া আশ্রয়ন প্রকল্প পরিদর্শনকালে ঢাকার বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন আহমদ এ কথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমান সরকার দেশে শতশত আশ্রয়ন প্রকল্প ও গুচ্ছ গ্রাম গড়ার প্রকল্প হাতে নিয়েছে। এ প্রকল্পের আওতায় প্রায় দু’লাখ পরিবারকে পূর্নবাসন করা হবে। একই সঙ্গে পুরাতন প্রকল্প গুলোকেও উন্নয়ন করা হবে। আশ্রয়নবাসীদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে ঋণ সহায়তা দেয়া হবে। তারা ঋণ নিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করবে। নিজেদেরকে সমাজে মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে সক্ষম হবে।
এসময় আশ্রয়ন প্রকল্পের বন্দোবস্ত গ্রহীতাদের সঙ্গে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আকতার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল ও ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম মন্ডল বুলবুল, শ্রীপুর পৌরসভার কাউন্সিলর মো. হাবিবুল্লা প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মাসুম রেজা। বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন আহমদ পুরো আশ্রয়ন প্রকল্প ঘুরে দেখেন এবং প্রকল্প বাসীদের সমস্যার কথা শুনেন। এসময় তিনি প্রকল্পবাসিদের সমস্যা সমূহ দ্রুততম সময়ের মধ্যে সমাধানের আশ্বাস প্রদান করেন। পরিদর্শণকালে তিনি গাছের চারা রোপন করেন।





গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে
গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল
রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন
গাজীপুরে চট্টগ্রাম সমিতির ‘মেজবান ও চট্টলা উৎসব’
গাজীপুরে শহীদ তাজউদ্দীন হাসপাতালের টেন্ডার যুবলীগ নেতার ফার্মে দেওয়ার পাঁয়তারা
বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর কমিটি গঠন
গাজীপুরে নাগরিক ঐক্যের কার্যালয়ে বিএনপির নেতৃত্বে অগ্নিসংযোগ ও হামলার নিন্দা জানিয়েছে গণতন্ত্র মঞ্চ