মঙ্গলবার ● ২৭ জুন ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » শুভ যাত্রা নিয়ে শুরু হল ঈদের প্রথম দিন
শুভ যাত্রা নিয়ে শুরু হল ঈদের প্রথম দিন
রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (১৩আষাঢ় ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১২.৩৫মি.) অাকাশে খুশির চাঁদ উঠেছে,ঈদ অানন্দে মাতোয়ারি রাঙ্গুনিয়াতে মুসলমানরা। সকালে মসজিদে গিয়ে নামাজ সেরে সকল বিবাধ ভুলে কোলাকুলি করে ঈদের সেমাইয়ের দাওয়াত করেন ধনী গরীব সকল মুসলমানদের। মুসলমানদের অন্যতম প্রধান অানন্দ উৎসব হল ঈদ। দেশ-বিদেশ থেকে মুটোফোনে পরিবার পরিজনকে জানান’ঈদ মোবারক’ঈদ খুশি নিয়ে সবাই অাত্মীয় স্বজনদের বাসায় গিয়ে প্রথমে কোলাকোলি ও ঈদ মোবারক জানান তার পর অাল্লাহর নাম নিয়ে ঈদের সেমাই পরিবেশন করেন। রাঙ্গুনিয়াতে তেমন কোন ঈদ যাত্রীদের গাড়ির ভোগন্তীতে পড়তে হয়নি। নেই কোন রাস্তাঘাটে যানজট তবে বেড়েছে একটু গাড়ি ভাড়া রাঙ্গুনিয়াতে বিভিন্ন সডকে সরেজমিন করে দেখা গেল ৫\১০ টাকা বাড়তি নিচ্ছে গাড়ি ভাড়া।তবে গাড়ি চালকদেরকে জিঙ্গাসা করলে সিএইচটি মিডিয়া টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে জানান বছরে একদিনের জন্য নিচ্ছি তাও অাবার পবিত্র ঈদে একথা জানান গাড়ি চালকরা। অন্যদিকে পুরুষরা নতুন নতুন পাইজামা পাঞ্জাবি পড়ে বন্ধুদের সাথে ঈদের অানন্দ উপভোগ করছেন অপর দিকে নারীরা হিন্দি, ইংলিশ ফিল্মের বাহুবলি শাড়ী ও বিভিন্ন ভারতীয় নাটকের শাড়ী জামা পড়ে ঈদের অানন্দ উপভোগ করছেন। অার গরীব দুঃস্তদের মাঝে এসব নাগালে ধারে কাছে নেই সাধারন পোশাকে ঈদ পালন করছেন তারা। অাবার অনেকে হতাশা ও চোখের জল নিয়ে ঈদ অানন্দ,নেই মুখে হাসি মারাত্মক ভয়াবহ বন্যায় হারিয়েছেন পুত্র কন্যা সন্তান ও স্বামীসহ তাদের পরিবারের মাঝে তেমন কোন ঈদ অানন্দ দেখা যাচ্ছে না চোখের জল ছাড়া। কয়েকজন পথচারি ঈদগামীদের জিঙ্গাসা করলে ২৬ জুন সোমবার বলেন ঈদের অানন্দটা ধনী গরীব সবার জন্য ঈদ অানন্দ বেশ ভাল কাটাচ্ছেন তারা। তারা অারো বলেন ঈদ সবার জন্য সে ধনী কিংবা গরীব হোক ঈদের অানন্দটা সবাই ভাগাভাগি করে সকল বিবাদ ভুলে গিয়ে সবার শুভ ঈদ প্রত্যাশা কামনা জানান।





রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
পাচারকালে ১ হাজার ৯শত পিস ইয়াবাসহ মিরসরাইয়ে গ্রেফতার-২
রাঙ্গুনিয়ায় শ্রমিক নেতাকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন
রাঙ্গুনিয়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ
প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁঞার বিরুদ্ধে ৩৬ লাখ টাকার আত্মসাতের অভিযোগ
মিরসরাইয়ে মোটরসাইকেল চোর চক্রের সদস্যসহ গ্রেপ্তার-৯
পদুয়ায় বনভূমি দখল নিয়ে দ্বন্দ্ব : প্রভাবশালীর চাঁদাবাজির অভিযোগ
চুয়েটে “ফায়ার ড্রিল এন্ড ইকিউ ড্রিল ফর টিচার্স, অফিসার্র এন্ড স্টাফ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত