বৃহস্পতিবার ● ১৩ জুলাই ২০১৭
প্রথম পাতা » জাতীয় » সারা দেশে ৫০ জনের বেশি সাংবাদিক ৫৭ ধারায় আক্রান্ত হয়েছেন : ডিইউজে
সারা দেশে ৫০ জনের বেশি সাংবাদিক ৫৭ ধারায় আক্রান্ত হয়েছেন : ডিইউজে
ঢাকা প্রতিনিধি :: (২৯ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০২মি.) আগামী সাত দিনের মধ্যে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিলের অাল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)।
১৩ জুলাই বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ক্র্যাব সদস্যসহ সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার ও ৫৭ ধারা বাতিলের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ আল্টিমেটাম ঘোষণা করা হয়।
আল্টিমেটাম ঘোষণা করে ক্র্যাব সভাপতি আবু সালেহ আকন বলেন, এক সপ্তাহের মধ্যে ধ্রুবর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা ও তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিল করতে হবে। তা না হলে সাত দিন পর আমরা একই জায়গায় বিক্ষোভ সমাবেশ করব। ওই দিন সমাবেশের সঙ্গে আমরা মিছিলও করব। এরপরও যদি ৫৭ ধারা বাতিল না হয় তাহলে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।
তিনি বলেন, ধ্রুবর বিরুদ্ধে মামলা দায়েরের পর আমরা রাজপথে থাকার ঘোষণা দিয়েছিলাম। এরপর মানিকগঞ্জে জ্যেষ্ঠ সহকারী জজ মো. মাহবুবুর রহমান এক সাংবাদিকের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করে মামলা প্রত্যাহার করবেন বলে জানিয়েছিলেন। কিন্তু আজ এক মাস পার হলেও তিনি সেটি করেননি। তাই আমরা তাকে আর এক সপ্তাহ সময় দেব। এর ভেতরে তিনি মামলা প্রত্যাহার না করলে আমরাও আরো কঠোর হব।
৫৭ ধারায় ২-৩ জন সাংবাদিক আক্রান্ত হয়েছেন- তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর দেওয়া এমন বক্তব্যের সমালোচনা করে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বলেন, তার এই বক্তব্য আমাদের ক্ষুদ্ধ করেছে। তিনি তথ্যমন্ত্রী হয়ে ভুল তথ্য দিয়েছেন। আমাদের কাছে থাকা তথ্যমতে সারা দেশে এ পর্যন্ত ৫০ জনের বেশি সাংবাদিক ৫৭ ধারায় আক্রান্ত হয়েছেন। যেই অবস্থা চলছে এ সংখ্যা দ্রুত ১০০ ছাড়িয়ে যাবে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী বলেন, গত ২ মাসে সারাদেশে ২২ জন সাংবাদিকদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে। এদের মধ্যে ১৯ জন রিপোর্টার; যার মধ্যে ক্রাইম রিপোর্টার রয়েছে।
তিনি বলেন, চলতি সংসদ অধিবেশনে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিল করতে হবে। তথ্যমন্ত্রী বিগত কয়েক বছর ধরে ৫৭ ধারা বাতিলের কথা বলছিলেন। যেহেতু সরকার এটি বাতিল করতে সাংবাদিকদের সঙ্গে একমত সেহেতু এটি দ্রুত বাতিল করা উচিত।





বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর