শনিবার ● ৫ আগস্ট ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » জজের বাড়িতে আগুন
জজের বাড়িতে আগুন
গাজীপুর জেলা প্রতিনিধি :: কিশোরগঞ্জ জজ আদালতের সিনিয়র সহকারী জজ সুলতান উদ্দিন প্রধানের গাজীপুরের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাড়ির বারান্দার কিছু অংশ পুড়ে গেছে।
৪ আগস্ট শুক্রবার রাত ১১টার দিকে গাজীপুরের কাপাসিয়া উপজেলার দরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, কিশোরগঞ্জে কর্মরত সিনিয়র সহকারী জজ সুলতান উদ্দিন প্রধানের কাপাসিয়ার ধরপাড়া গ্রামের বাড়িতে সুলতান উদ্দিনের বাবা ফজলুল হক, মা ফরিদা বেগম ও বোন সোনিয়া বসবাস করেন। শুক্রবার রাত ১১টার দিকে দুর্বৃত্তরা আধাপাকা বাড়ির বারান্দায় রান্নার জন্য রাখা শুকনো পাতা ও লাকড়িতে আগুন ধরিয়ে দেয়। টের পেয়ে জজের বাবা মোঃ ফজলুল হক লোকজন নিয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।
সোনিয়া জানান, তাদের বাড়ির বারান্দায় একটি চৌকির ওপর লাকড়ি ও গাছের পাতা রাখা ছিল। শুক্রবার রাত ১১টার দিকে সেখানে আগুন জ্বলতে দেখা যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভায়। আগুনে কিছু পাতা ও লাকড়ি পুড়ে গেছে।
এ ব্যাপারে সিনিয়র সহকারী জজ সুলতান উদ্দিন প্রধান জানান, ঘটনাটি পুলিশ তদন্ত করছে। গ্রামে আমাদের কোনো শত্রু নেই। মাদকাসক্ত বা ছিচকে চোর এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
তবে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক জানান, ধারণা করা হচ্ছে বিড়ি-সিগারেটের আগুন থেকে বারান্দার শুকনো পাতায় আগুন ধরেছে। এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।





গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে
গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল
রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন
গাজীপুরে চট্টগ্রাম সমিতির ‘মেজবান ও চট্টলা উৎসব’
গাজীপুরে শহীদ তাজউদ্দীন হাসপাতালের টেন্ডার যুবলীগ নেতার ফার্মে দেওয়ার পাঁয়তারা
বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর কমিটি গঠন
গাজীপুরে নাগরিক ঐক্যের কার্যালয়ে বিএনপির নেতৃত্বে অগ্নিসংযোগ ও হামলার নিন্দা জানিয়েছে গণতন্ত্র মঞ্চ