বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে হরতাল বিরোধী মিছিল
গাজীপুরে হরতাল বিরোধী মিছিল

গাজীপুর প্রতিনিধি::জামায়াতের হরতালের প্রতিবাদে গাজীপুর জেলা শহর ও সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় হরতাল বিরোধী মিছিল করেছে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা৷
গাজীপুর মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে সকালে চান্দনা চৌরাস্তা ও দুপুরে জেলা শহরের রাজবাড়ি রোডের দলীয় কার্যালয়ে সামনে থেকে আলাদা দু’টি মিছিল বের হয়৷
১৯ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গাজীপুর জেলা শহরের রাজবাড়ি রোডের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি হরতালবিরোধী মিছিল বের হয়৷ মিছিলে অন্যদের মধ্যে মহানগর আওয়ামী লীগ নেতা গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর মো. জাবেদ আলী, ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খোকন, আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান লিটন, আতাউর রহমান, যুবলীগ নেতা আবুল হোসেন, কাজী আজিম উদ্দীন কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাজেদুল ইসলাম সাজু, সাধারণ সম্পাদক মো. মারুফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন৷
মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়৷
এর আগে চান্দনা চৌরাস্তা এলাকায় মহানগর যুবলীগের আহ্বায়ক মো. কামরুল আহসান সরকার রাসেলের নেতৃত্বে একটি হরতাল বিরোধী মিছিল বের হয়৷ মিছিলে অন্যদের মধ্যে যুগ্ম আহ্বায়ক সুমন আহমদ শান্ত বাবু, যুবলীগ নেতা বদরুল আলম পাশা, সজীব হোসেন সবুজ, আবুল কালাম আজাদ প্রমুখ অংশ নেন৷ মিছিলটি চৌরাস্তার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে৷





গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে
গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল
রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন
গাজীপুরে চট্টগ্রাম সমিতির ‘মেজবান ও চট্টলা উৎসব’
গাজীপুরে শহীদ তাজউদ্দীন হাসপাতালের টেন্ডার যুবলীগ নেতার ফার্মে দেওয়ার পাঁয়তারা
বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর কমিটি গঠন
গাজীপুরে নাগরিক ঐক্যের কার্যালয়ে বিএনপির নেতৃত্বে অগ্নিসংযোগ ও হামলার নিন্দা জানিয়েছে গণতন্ত্র মঞ্চ