সোমবার ● ১৪ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » হালুয়াঘাটে গরু চোর চক্রের মূলহোতা ঝর্ণা পুলিশের হাতে চোরাই গরুসহ আটক
হালুয়াঘাটে গরু চোর চক্রের মূলহোতা ঝর্ণা পুলিশের হাতে চোরাই গরুসহ আটক
ময়মনসিংহ অফিস :: (৩০ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সকাল ১০.০৮মি.) ময়মনসিংহের হালুয়াঘাটে গরু চোর চক্রের মূলহোতা ঝর্ণা বেগম (৪০) পুলিশের হাতে চোরাই গরুসহ আটক হয়েছে। ঝর্ণা গরু চোর চক্রের মূলহোতা এবং উপজেলার ১০ নং ধুরাইল ইউনিয়নের পূর্ব পাবিয়াজুড়ি গ্রামের আজগর আলীর স্ত্রী। পরে ঝর্ণাসহ ১১ জনের বিরুদ্ধে হালুয়াঘাট থানায় একটি মামলা ( নং-০৮,তারিখ -১৩/৮/২০১৭) দায়ের করা হয়।
রবিবার (১৩ আগষ্ট)আটককৃত ঝর্ণা বেগমকে জেল-হাজতে প্রেরণ করা হয়। তার আগে শনিবার হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ৫ টি চোরাই গরুসহ ঝর্ণাকে আটক করে।
ঝর্ণা’র দেয়া তথ্যে পুলিশ সূত্রে জানাযায়, এ চোরাই চক্রের অন্যান্য সদস্যরা হলো- ধুরাইল ইউনিয়নের ধরাবন্নি গ্রামের কফিল উদ্দিন(৪০), আয়েশা বেগম (৩৫), হাকিম (৫৫), ফুলপুর উপজেলার ধনারভিটা গ্রামের সোহেল (২৫), জহুরুল (৩০), রাকিব (২৩), রুবেল (২৭), নজরুল (৪৫), জাকারিয়া (২৫) ও হালুয়াঘার্টে করুয়াপাড়া গ্রামের কামরুজ্জামান (৩৭)।
স্থানীয়রা জানায়, গরু চোর ঝর্ণার বিরুদ্ধে বিভিন্ন অসামাজিক কার্য-কলাপে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে। সে নিজেকে পুলিশের উর্ধতন কর্মকর্তার সোর্স দাবী করে এলাকার নিরীহ মানুষকে মামলা-মোকদ্দমা দিয়ে হয়রানি ও প্রতারণা করে আসছে। নানা অপকর্মের মূলহোতা এই ঝর্ণা বেগম।
হালুয়াঘাট থানার ওসি মো. কামরুল ইসলাম মিঞা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, দীর্ঘদিন যাবৎ তার বাড়িতে গরু চুরি করে চোরাইকারীরা মজুদ রাখতো। এ ছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম ও অসামাজিক কাজের জড়িত থাকার অভিযোগ রয়েছে।
হালুয়াঘাট-ধোবাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন পিপিএম বলেন, ঝর্ণা বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম ও অসামাজিক কাজের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। পুলিশ অভিযান চালিয়ে সুনির্দিষ্ট প্রমানের ভিত্তিতে ৫টি চোরাই গরুসহ ঝর্ণাকে আটক করেছে।





ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪