সোমবার ● ১৮ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » খেলা » বিকেএসাপি গ্রুপ পর্বের ৩য় খেলায় ড্র করলো
বিকেএসাপি গ্রুপ পর্বের ৩য় খেলায় ড্র করলো
ক্রীড়া প্রতিবেদক :: (৩ আশ্বিন ১৪২৪ বাঙালা : বাংলাদেশ সময় রাত ১০.৩৩) বিকেএসপি অনূর্ধব-১৭ বালক দল সুব্রত মুখার্জী কাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা-২০১৭ এর গ্রুপ পর্বের ৩য় খেলায় পয়েন্ট হারিয়েছে। আজকের (১৮ সেপ্টেম্বর) খেলায় বিকেএসপি আফগানিস্তানের সাথে ২-২ গোলে ড্র করেছে। আফগানিস্তান প্রথমেই ২১ ও ৩৯ মিনিটে ২ গোলে করে খেলায় এগিয়ে যায়্। বিকেএসপি ২ গোলে পিছিয়ে থেকে পরিকল্পিত খেলা খেলে সমতা ফিরিয়ে আনে। ৬৯ মিনিটে বিকেএসপি’র রেজওয়ান পেনাল্টি শুটআউট থেকে ১টি ও ৭৪ মি.মেরাজের ফ্রি কিক থেকে ২য় গোল পরিশোধ করে আফগানিস্তানের সাথে পয়েন্ট ভাগাভাগী করে নেয়। বিকেএসপি প্রথম খেলায় আন্দামান এ্যান্ড নিকোবারের বিপক্ষে ওয়াক ওভার এবং সিকিমের বিপক্ষে ১-০ গোলে জয়লাভ করছিল।
টুর্নামেন্টে মোট ৪০ টি দল ৮টি গ্রুপে অংশ নিচ্ছে । পুল- ‘এইচ’ এ বিকেএসপি ছাড়াও রয়েছে আন্দামান এ্যান্ড নিকোবার, সিকিম, আফগানিস্তান ও পাঞ্জাব। আগামী ১৮ সেপ্টেম্বর বিকেএসপি আফগানিস্তান ও ১৯ সেপ্টেম্বর পাঞ্জাবের বিপক্ষে খেলবে। ২২ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনাল, ২৪ সেপ্টেম্বর সেমি ফাইনাল ও ২৬ সেপ্টেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
বিকেএসপি দলের মেনেজার ও কোচের দায়িত্বে আছেন যথাক্রমে মো. শাহাদত হোসেন ও মো. আনোয়ার হোসেন।





রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা
রাঙামাটিতে আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু
ঝালকাঠিতে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু
চুয়েটে আন্তঃহল ভলিবল প্রতিযোগিতা-২০২৫ শুরু
মিরসরাইয়ে আদর্শ বন্ধু ফোরামের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
বয়স ভিত্তিক ক্রিকেটার তৈরিতে কাজ শুরুর কথা জানালেন আসিফ আকবর
রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
তায়কোয়ানডো এডহক কমিটিতে বিতর্কিত ব্যক্তি জনি
রাঙামাটি সরকারি কলেজ মহিলা কাবাডি দলকে সংবর্ধনা
রাঙামাটিতে জমকালো আয়োজনে শুরু হয়েছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট