রবিবার ● ২২ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » পাবনা » সাকা চৌধুরী ও মুজাহিদের ফাঁসি কার্যকর হওয়ায় ঈশ্বরদীতে ছাত্রলীগের আনন্দ মিছিল
সাকা চৌধুরী ও মুজাহিদের ফাঁসি কার্যকর হওয়ায় ঈশ্বরদীতে ছাত্রলীগের আনন্দ মিছিল

তামিমুল ইসলাম তামিম, ঈশ্বরদী প্রতিনিধি:: মানবতা বিরোধী অপরাধে দ্বন্ডিত বিএনপি  নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান  মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর হওযায় ঈশ্বরদীতে ছাত্রলীগের বিভিন্ন  শাখার পক্ষ থেকে শহরে আনন্দ মিছিল, পথসভা ও মিষ্টি বিতরণ করা হয়৷ বেলা  এগারটায় ঈশ্বরদী পৌর, কলেজ ও উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে সরকারি কলেজ চত্বর  থেকে যৌথ ভাবে আনন্দ মিছিল বের হয়ে শহর প্রদৰিন শেষে ‘জিরো পয়েন্ট’  রেলগেটে পথসভায় মিলিত হয়৷ উপজেলা ছাত্রলীগের সভাপতি যুবায়ের বিশ্বাসের  সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন সাধারন সম্পাদক আবু সাঈদ, পৌর শাখার সভাপতি  আব্দুলস্নাহ-আল মামুন সোহাগ, কলেজ শাখার সভাপতি আনোয়ার হোসেন সনেট, সাধারন  সম্পাদক আরাফাত রহমান রাসেল ও ছাত্রলীগ নেতা রনি হাসান৷
বক্তারা বলেন, মানবতা বিরোধী অপরাধে দ্বন্ডিত সালাউদ্দিন কাদের চৌধুরী  ও আলী আহসান মুজাহিদের ফাঁসি কার্যকর হওয়াতে দেশ কলঙ্ক মুক্ত হয়েছে৷ দুই  রাজাকারের দম্ভোক্তির অধ্যায় শেষ হয়েছে৷ তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে  অভিনন্দন জানিয়ে সকল রাজাকারের দ্রুত ফাঁসি কার্যকরের দাবি জানান৷ পরে তারা  একে অপরের মধ্যে মিস্টি বিতরন করে আনন্দ উপভোগ করেন৷    

      
      
      



    সড়ক দূর্ঘটনায় মৃত্যু, জাবিতে পড়তে যাওয়া হলোনা নোমানের    
    এসবি রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজ ফান্ডের টাকা আত্মসাত    
    ঘুরে এলাম প্রকৃতির লীলাভুমি নয়নাভিরাম চলনবিল    
    এফবিসিসিআইয়ের পক্ষে অক্সি জেনারেটর প্রদান    
    সুজানগর পৌর নির্বাচনের স্থগিতাদেশ খারিজ হওয়ায় ৩০ জানুয়ারী ভোট    
    চাটমোহরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার    
    চাটমোহরে মামাতো ভাইয়ের হাতে দুই বছরের শিশু খুন    
    পাবনায় কৃষক কৃষাণীর মাঠ দিবস পালন    
    চাটমোহরে মোটর সাইকেল-ট্রলি মুখোমুখী সংঘর্ষে নিহত -১    
    বানিজ্যিক ভিত্তিতে মিশ্রফল চাষ করছেন চাটমোহরের বকুল চেয়ারম্যান