সোমবার ● ৪ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » পার্বত্য চুক্তির ফলে পার্বত্য চট্টগ্রামে সকলক্ষেত্রে উন্নয়ন সাধিত হয়েছে : লেঃ কর্ণেল মোসতাক
পার্বত্য চুক্তির ফলে পার্বত্য চট্টগ্রামে সকলক্ষেত্রে উন্নয়ন সাধিত হয়েছে : লেঃ কর্ণেল মোসতাক
মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :: (২০ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.৩০মি.) খাগড়াছড়ির মহালছড়ি সেনাজোনের উদ্যেগে আয়োজিত পার্বত্য চুক্তির ২০তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে মহালছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ মোসতাক আহামদ পিএসসি প্রধান অতিথির বক্তব্যে বলেন, পার্বত্য চুক্তির ফলে সকল ক্ষেত্রে উন্নয়ন সাধিত হয়েছে। আজ ৪ ডিসেম্বর সোমবার সকাল ১০ টায় মহালছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে টাউন হলে এসে এক আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মহালছড়ি জোন উপ অধিনায়ক মেজর মনজুর-ই-এলাহী, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) জবাইরুল হক, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, মুক্তিযোদ্ধা ও শিক্ষানুরাগী শাহাজান পাটোয়ারী ও মহালছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা।
আলোচনা সভায় প্রধান অতিথি আরো বলেন, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল জাতিগোষ্ঠির স্বার্থে খুবই আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছেন। ঐতিহাসিক এ পার্বত্য চুক্তির ফলে দীর্ঘ ২৪ বছরের সশস্ত্র সংঘাত বন্ধ হওয়ায় শিক্ষা, স্বাস্থ্য ও রাস্তা-ঘাট নির্মাণসহ প্রত্যেকটি ক্ষেত্রে অকল্পনীয় পরিবর্তন ঘটেছে। পার্বত্য চট্টগ্রাম এর নান্দনিক সৌন্দর্য্য এখন দেশে বিদেশেও পরিচিতি লাভ করছে। এভাবে শান্তি বজায় থাকলে উন্নয়নের ধারাবাহিকতাও অব্যাহত থাকবে। নিরাপত্তার পাশাপাশি সেনাবাহিনীও পাহাড়ে উন্নয়ন অব্যাহত রেখেছে। বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষে যার যার এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার সকলের প্রতি আহবান জানান ।





হাদি হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল
খাগড়াছড়ি প্রেসক্লাবের ৪০ বছর পূর্তিতে প্রকাশনা উৎসব
খাগড়াছড়ির দীঘিনালায় মহিলা জামায়াতের সমাবেশ
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
খাগড়াছড়ির সহিংসতায় তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে : সুপ্রদীপ চাকমা
খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র সহ এমএলপি এর দুই সন্ত্রাসী আটক