মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » শিক্ষা সম্প্রসারন ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা
শিক্ষা সম্প্রসারন ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা

বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: ২২ সেপ্টেম্বর : সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক বলেছেন, দায়িত্ব নিয়ে প্রত্যেক অভিভাবককে ছেলে-মেয়েকে শিক্ষিত করতে হবে ৷ সুশিক্ষিত হয়ে দেশ ও জাতীর কল্যাণ হবে ৷ এক্ষেত্রে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে অগ্রণী ভুমিকা পালন করছে ৷ তিনি বলেন, জন্মলগ্ন থেকে শিক্ষার প্রসারে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট কাজ করে দেশ ও বিদেশে সুনাম করেছে ৷ এধারা অব্যাহত রাখতে সবাইকে সহযোগিতা করতে হবে ৷ সোমবার বিশ্বনাথে আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয় হল রুমে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে আয়োজিত শিক্ষা সম্প্রাসারণে ভুমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ৷
কামালবাজার আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ একেএম মনোত্তর আলীর সভাপতিত্বে ও ট্রাস্টের কো-অডিনেটর নিশি কান্ত পালের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টের সাবেক চেয়ারপারসন একেএম সেলিম, ট্রাস্টি সাজ্জাদুর রহমান, সহকারী কোষাধ্যক্ষ তৈয়বুর রহমান, আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার চৌধুরী, সহকারী শিক্ষক আযম আলী, তারিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদ ৷ সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রবাসী এডুকেশ ট্রাস্টের স্থানীয় সাধারণ সম্পাদক আব্দুল বারী ৷ সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী সালেহ আহমদ ৷
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হোসেনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বনানী ঘোষ, বড় খুরমা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম, ছোট খুরমা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিমাংশু লাল গুণ, হাজী হামিদ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রীতি রানী রায়, পূর্ব বন্ধুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলিউর রহমান, বন্ধুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই, টুকেরকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদা আক্তার, অলংকারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইছমত আরা চৌধুরী, শিক্ষানুরাগী মঈনুদ্দিন, জায়েদ আলী, আল-আমিন খান প্রমুখ ৷ অাপলোড : ২২ সেপ্টেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১২.৩৬





ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১টি নির্বাচন সংস্কার প্রস্তাবনা