শনিবার ● ১৬ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » ফটো গ্যালারী » হরিজন জনগোষ্ঠীর প্রতি অস্পৃশ্যতা প্রতিবাদে রংপুরে মানববন্ধন
হরিজন জনগোষ্ঠীর প্রতি অস্পৃশ্যতা প্রতিবাদে রংপুরে মানববন্ধন
![]()
রংপুর প্রতিনিধি :: (২ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫০মি.) বাংলাদেশ হরিজন যুব ঐক্য পরিষদ রংপুর বিভাগীয় কমিটির উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আজ ১৬ ডিসেম্বর শনিবার রংপুর টাউন হলের সামনে রংপুর বিভাগের হরিজন জনগোষ্ঠীর প্রতি অস্পৃশ্যতা (হোটেল-রেষ্টুরেন্টে প্রবেশ ও খাবার খেতে বাধা) এর প্রতিবাদে মুখে কাল কাপড় বেধে প্রতিবাদী মানববন্ধন ও মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য প্রদান করা হয়।
মানববন্ধনে রংপুর বিভাগের প্রতিটি জেলার হরিজন যুব প্রতিনিধিগণ অংশ করেন। প্রতিবাদী মানববন্ধনে বক্তারা রংপুর বিভাগের হরিজন জনগোষ্ঠীর প্রতি চলমান অস্পৃশ্যতা নামক মানবাধিকার লংঘনের ঘটনাকে মানবতা বিরোধী ও মুক্তিযুদ্ধের মূল চেতনার বিরোধী কর্মকান্ড হিসেবে অবহিত করেন। হরিজন জনগোষ্ঠীর প্রতি অস্পৃশ্যতা চর্চা বন্ধে মুক্তিযুদ্ধ চেতনার বিশ্বাসী ও সচেতন সকল নাগরিকদের সোচ্চার হবার আহ্বান জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ হরিজন যুব ঐক্য পরিষদ রংপুর বিভাগের আহ্বায়ক রাজেশ বাসফোড়, দীপক বাসফোড়, জয় বাসফোড়, ঘুগলু বাসফোড়, ধরমেন্দ্র বাসফোড়, রাজকুমার বাসফোড়, বাবু বাসফোড়, সাজু বাসফোড়, সুরেশ বাসফোড়, সোহাগ, রিজু, সুমন, ও রাজু বাসফোড়সহ রংপুর বিভাগে ৮টি জেলার হরিজন যুব প্রতিনিধিরা।





পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
নুনছড়ি পাড়া ওয়্যালুওয়াইন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
ময়মনসিংহে আঞ্চলিক প্যান কমিটি গঠিত
কাপ্তাইয়ে বরইছড়ি সার্বজনীন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান পালন
শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই
কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন