রবিবার ● ৩১ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » বগুড়া » পিএসসিতে শাবরুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতভাগ সাফল্য
পিএসসিতে শাবরুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতভাগ সাফল্য
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :: (১৭ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৮মি.) বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার অন্যতম প্রাইমারী শিক্ষা প্রতিষ্টান শাবরুল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রতি বছরের ন্যায় এ বছরও প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিএসসি) শতভাগ সাফল্য অর্জন করেছে। বিদ্যালয়ের সকল শিক্ষার্থীই বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে।
এ বছর বিদ্যালয় থেকে ৫৮ জন শিক্ষার্থী পিএসসি পরীক্ষায় অংশ নেয়।
এদের মধ্যে এ-প্লাস পেয়েছে ৬ জন শিক্ষার্থী।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামচ্ছুন্নাহার ছবি বলেন, বিগত বছরগুলোর ন্যায় এবারও আমাদের শিক্ষা প্রতিষ্টান শতভাগ ফলাফল অর্জন করেছে। স্কুল পরিচালনা কমিটি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সমন্বিত প্রচেষ্টায় এ ফলাফল এসেছে।
আর এ কৃতিত্যের পেছনে এলাকার সচেতন মানুষ এবং স্কুল পরিচালনা কমিটির দিক নির্দেশনামূলক তদারকি ও ভূমিকা রয়েছে।
এসময় তিনি এ সাফল্যের জন্য শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার প্রতি অভিনন্দন জ্ঞাপন করেন।
উল্লেখ্য, ২০১৪ সালে শাবরুল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মোট ৫২ জন শিক্ষার্থী অংশ নেয় প্রাথমিক পরীক্ষায়। এর মধ্যে পাস করেছে ৫২ জনই। আর জিপিএ-৫ পেয়েছে ৪ জন শিক্ষার্থী, ২০১৫ সালে শাবরুল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মোট ৫৫ জন শিক্ষার্থী অংশ নেয় প্রাথমিক পরীক্ষায়। এর মধ্যে পাস করেছে ৫৫ জনই। আর জিপিএ-৫ পেয়েছে ৭ জন শিক্ষার্থী ও ২০১৬ সালে শাবরুল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মোট ৪৬ জন শিক্ষার্থী অংশ নেয় প্রাথমিক পরীক্ষায়। এর মধ্যে পাস করেছে ৪৬ জনই। আর জিপিএ-৫ পেয়েছে ৫ জন শিক্ষার্থী।





গাবতলীতে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ
গাবতলীতে আন্তর্জাতিক শ্রমিক দিবসে আলোচনা সভা
শিবগঞ্জে বিএনপির নেতৃত্বে নাগরিক ঐক্যের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গণতন্ত্র মঞ্চের নিন্দা
হাজীবিবি হায়াতুননেছা তালুকদারের ৩২তম মৃত্যু বার্ষিকী পালিত
গাবতলীতে ছাত্রদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
তরফভাইখাঁ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
গাবতলীতে জামায়াতে ইসলামীর সুধী সমাবেশে অনুষ্ঠিত
গাবতলীতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
শাজাহানপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা লালু
বগুড়ায় ড. জান্নাতুল ফেরদৌস রুহের মাগফিরাত কামনা