শনিবার ● ২০ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » সাপ্তাহিক আলোকিত পাহাড়’র অফিস পরিদর্শন করেছেন ওয়াদুদ ভূইয়া
সাপ্তাহিক আলোকিত পাহাড়’র অফিস পরিদর্শন করেছেন ওয়াদুদ ভূইয়া
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৭ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.২২মি.) খাগড়াছড়ি পার্বত্য জেলা থেকে প্রকাশিত সাপ্তাহিক আলোকিত পাহাড় পত্রিকা অফিস পরিদর্শন করেছেন খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি, সাবেক সংসদ সদস্য ও সাবেক উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া। আজ ২০ জানুয়ারী শনিবার বিকাল ৫টায় জেলা বিএনপি’র নেত্ত্বৃস্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি আলোকিত পাহাড় পত্রিকার অফিস পরিদর্শন করেন।
পরিদর্শন কালে ওয়াদুদ ভূইয়া বলেন, পার্বত্য চট্টগ্রাম সমতলের চেয়ে একটু ব্যতিক্রম অঞ্চল। এখানে বাঙ্গালীদের পাশাপাশি রয়েছে বিভিন্ন ভাষা-ভাষী উপজাতিয় লোকজন। সকল সম্প্রদায় নিয়ে পার্বত্য চট্টগ্রাম একটি সুসজ্জিত ফুলের বাগান। এই অঞ্চলের সকল সম্প্রদায়ের মাঝে ভাতৃত্ববোধ ও সম্প্রীতির সুদৃঢ় বন্ধন যাতে বিনষ্ট না হয় সেদিকে খেয়াল রেখে পত্রিকাটি কাজ করে যাচ্ছে। আগামী দিনেও পার্বত্যাঞ্চলের সকল মানুষের প্রিয় কণ্ঠস্বর হিসাবে আলোকিত পাহাড় পত্রিকাটি কাজ করে যাবে আমি তা প্রত্যাশা করি।

বিকাল ৫টায় তিনি অফিসে আসলে তাঁকে স্বাগত জানান পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ সাজু। এসময় পত্রিকাটির বার্তা সম্পাদক মু. জিল্লুর রহমান সজিব, স্টাফ রিপোর্টার মো. মাইন উদ্দিনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা বিএনপি’র নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক এডভোকেট আবদুল মালেক মিন্টু, যুগ্ম সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক এমএন আবছার, আবদুর রব রাজা, দপ্তর সম্পাদক মো. আবু তালেব ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রমূখ।





সাংবাদিকদের উপরে হামলাকারী-হুমকিদাতাদের ছাড় দেওয়া হবেনা
চুয়েটের আয়কর ও ই-রিটার্ন বিষয়ক কর্মশালায় অনুষ্ঠিত
বিশ্ব র্যাঙ্কিংয়ে চুয়েট দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৬ষ্ঠ
পার্বত্য অঞ্চলের ক্রীড়া উন্নয়নের নৈপথ্যের নায়ক নির্মল বড়ুয়া মিলন
ইষ্টওয়েষ্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে রাঙামাটিতে সাংবাদিকদের মৌন মানববন্ধন
দৈনিক গিরিদর্পণ পত্রিকার পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন
আবু সাঈদের নামে বাংলা নতুন ফন্ট উন্মুক্ত
পর্নোগ্রাফি ও চাঁদাবাজি মামলায় কথিত গণমাধ্যমকর্মী হাসান গ্রেফতার
গণমাধ্যমের স্বাধীনতা একশ্রেণীর মাফিয়া চক্রের হাতে জিম্মি হয়ে আছে
রাবিপ্রবি’তে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী