সোমবার ● ২২ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » অাজ বিদ্যা দেবীর সরস্বতী পূজা পালিত হচ্ছে
অাজ বিদ্যা দেবীর সরস্বতী পূজা পালিত হচ্ছে
রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (৯ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ২.৫০মি.) সারা দেশের ন্যায় রাঙ্গুনিয়ার বিভিন্ন মন্দিরে মন্দিরে সরস্বতী পূজা পালন করা হচ্ছে। সরস্বতী পূজা রাঙ্গুনিয়ার বিভিন্ন স্কুল কলেজে পালন করা হচ্ছে অাজ সোমবার ২২ জানুয়ারি। গতকাল সরস্বতী মায়ের অধিবেশ হয়েছে অাজ পূজা। সরস্বতী পূজা হিন্দু ধর্মাবলম্বীদের একটি অন্যতম প্রচলিত পূজা। সরস্বতী দেবীকে শিক্ষা, সংগীত ও শিল্পকলার দেবী ও আশীর্বাদাত্রী মনে করা হয়। বাংলা মাঘ মাসের ৫ তিথিতে এই পূজা অনুষ্ঠিত হয়। শিক্ষা, সংগীত ও শিল্পকলায় সফলতার আশায় শিক্ষার্থীরা সরস্বতী মায়ের পূজা করে থাকেন। পুরোহিত পূজা শুরু করবার আগ পর্যন্ত দেবীর মুখমন্ডল ঢাকা থাকে। পূজার অর্ঘ্যর পাশাপাশি দেবীর পূজার অারেকটি প্রধান অংশ ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক। সরস্বতী পূজার একটি বিশেষ অর্য্য হল পলাশ ফুল। দেবীর অঞ্জলীর জন্য এটি একটি অত্যবশ্যকীয় উপাদান।
এ উপলক্ষে রাঙ্গুনিয়াতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং রাঙামাটি শহরের রাঙামাটি মেডিকেল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যা দেবীর সরস্বতী পূজা পালিত হচ্ছে।