বুধবার ● ৩১ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » মুরগিবোঝাই পিকআপ উল্টে নিহত-৩
মুরগিবোঝাই পিকআপ উল্টে নিহত-৩
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৮ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১৮মি.) গাজীপুরের শ্রীপুর উপজেলায় মুরগিবোঝাই একটি পিকআপভ্যান উল্টে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
আজ ৩১ জানুয়ারি বুধবার ভোর ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার বালুকজান বোর্ডঘর এলাকার মোসলেম উদ্দিনের ছেলে জামাল উদ্দিন (৩০), গাজীপুরের জয়দেবপুর থানার খাইলকৈর এলাকার আবুল হোসেনের ছেলে আশিকুর রহমান (২০) ও যশোর জেলার আব্দুর রশিদ মীরের ছেলে সৈয়দ আব্দুল হামিদ (৫০)। আহতরা হলেন, গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মানিক মিয়া (২০) ও একই এলাকার মোশারফ হোসেনের ছেলে সুমন মিয়া (১৮)।
শ্রীপুরের মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হুসেন সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে জানান, বুধবার ভোরে ভালুকার আঙ্গারগাড়া গ্রাম থেকে মুরগি বোঝাই পিকআপটি গাজীপুরের বোর্ডবাজার যাচ্ছিল। পথে শ্রীপুরের মুলাইদ (এমসি বাজার) এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ভোর ৬টার দিকে মহাসড়কের পাশে একটি মাইলফলকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই তিনজন নিহত এবং অপর দুই যাত্রী আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ তিনটি থানায় পুলিশ হেফাজতে রয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত দুজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এসআই।





সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
ঢাকায় পানাম গ্রুপের আনন্দ উৎসব
গাজীপুরে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
গাজীপুরে শহীদ বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১৫০০ শিক্ষার্থী
গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে
গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল
রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন