মঙ্গলবার ● ২০ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ৩০ কোটি টাকার বনভূমি উদ্ধার
গাজীপুরে ৩০ কোটি টাকার বনভূমি উদ্ধার
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৮ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৪৪মি.) গাজীপুরে পাঁচ একর ৮১ শতাংশ বনভূমি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া বনভূমির বর্তমান বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা।
ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা (বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ) জহির উদ্দিন আকনের নির্দেশনায় বিকেবাড়ী বিট অফিস তা উদ্ধার করে।
ভাওয়াল জাতীয় উদ্যান রেঞ্জ কর্মকর্তা আবুল হাসেমের উপস্থিতিতে বিট কর্মকর্তা কাজী মো. সাইফুল ইসলাম উদ্ধার কাজ সম্পন্ন করেন।
বিট কর্মকর্তা জানান, ডগরী রোডের বিশিয়া কুড়িবাড়ী মৌজার ৭৭৫ নং দাগের বনভূমি পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি কাজী গোলাম রহমান দখল করে রেখেছিলেন।
গত শনিবার সার্ভেয়ার নিয়ে মাপজোখ করে তার সীমানা প্রাচীরের ভেতর থেকে পাঁচ একর ৮১ শতাংশ বনভূমি উদ্ধার করা হয়।
পরে ১০টি পিলার পুঁতে সীমানা চিহ্নিত করা হয়। তাতে ১০ শতাংশ করে ২০ শতাংশ আয়তনের দুটি পুকুর ও একটি পাকা স্থাপনার ২৫ ভাগ অংশও রয়েছে।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া বনভূমিতে শাল কপিচ ব্যবস্থাপনা ও বনায়ন কার্যক্রম গ্রহণ করা হবে।





গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে
গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল
রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন
গাজীপুরে চট্টগ্রাম সমিতির ‘মেজবান ও চট্টলা উৎসব’
গাজীপুরে শহীদ তাজউদ্দীন হাসপাতালের টেন্ডার যুবলীগ নেতার ফার্মে দেওয়ার পাঁয়তারা
বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর কমিটি গঠন
গাজীপুরে নাগরিক ঐক্যের কার্যালয়ে বিএনপির নেতৃত্বে অগ্নিসংযোগ ও হামলার নিন্দা জানিয়েছে গণতন্ত্র মঞ্চ