মঙ্গলবার ● ২০ মার্চ ২০১৮
প্রথম পাতা » অপরাধ » ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত সর্দার ও তার ৩ সহযোগিকে অস্ত্রসহ গ্রেফতার
ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত সর্দার ও তার ৩ সহযোগিকে অস্ত্রসহ গ্রেফতার
ময়মনসিংহ অফিস :: ( ৬ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.২৪মি.) ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার অললী গ্রাম থেকে ডাকাতির প্রস্তুতিকালে একটি পিস্তল, গুলি, বিপুল পরিমাণ দেশী অস্ত্র ও ডাকাতির সরঞ্জামাদিসহ ডাকাত সর্দার রায়হান (৩১),অহেদ আলী (৫০) ও মো. সিরাজ (২৪) কে গ্রেফতার করেছে র্যাব -১৪।
আজ ২০ মার্চ মঙ্গলবার দুপুর ৩টায় র্যাব-১৪ ময়মনসিংহ ইউনিট কনফারেন্স সেন্টারে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান র্যাবের উপ-পরিচালক হাসান মোস্তফা স্বপন।
তিনি আরও জানান,গোপন সংবাদের ভিত্তিতে এএসপি হাফিজুল ইসলাম বাবু ও এএসপি গৌতম দেব গতকাল সোমবার দিনগত মধ্যরাতে উপজেলার অললী গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। পরে তাদের দেহ এবং বাড়িঘর তল্লাশি করে ১টি বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলি, ৪ টি দা, ২টি ছোড়াসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে অভিযান চলাকালে আরও ২ ডাকাত পালিয়ে যায়।
গ্রেফতারকৃতরা গফরগাঁও,পাগলা, কিশোরগঞ্জ, হোসেনপুর, পাকুন্দিয়া, শ্রীপুর, গাজীপুর ও কাপাসিয়া এলাকায় বিভিন্ন সময় ডাকাতি করার কথা তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র আইনে মামলাও রয়েছে। সেইসাথে পাগলা থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।





আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং