মঙ্গলবার ● ২০ মার্চ ২০১৮
প্রথম পাতা » নওগাঁ » বাংলাদেশ স্বল্প উন্নত দেশ থেকে নিন্ম মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ায় নওগাঁয় প্রেস ব্রিফিং
বাংলাদেশ স্বল্প উন্নত দেশ থেকে নিন্ম মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ায় নওগাঁয় প্রেস ব্রিফিং
নওগাঁ প্রতিনিধি :: (৬ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২৩মি.) স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উপলক্ষে নওগাঁয় এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের উদ্যোগে এই প্রেস ব্রিফিং-এর আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। এ সময় জেলা তথ্য অফিসার রুপকুমার বর্মনসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং প্রেস ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে স্বল্প উন্নত দেশ থেকে নিন্ম মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার তিনটি সূচক বাখ্যা করেন। তিনি বলেন জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি ( সিডিপি)’র শর্ত অনুযায়ী মাথপিছু আয় ১২০০ মার্কিন ডলার প্রয়োজন হলেও বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ১৬১০ ডলারে দাঁড়িয়েছে। মানবসম্পদের উন্নয়নের ক্ষেত্রে ৬৬ ভাগ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের প্রয়োজন কিন্ত বাংলাদেশ সে শর্ত পেরিয়ে ৭২দশমকি ৯-এ দাঁড়িয়েছে। অন্যদিকে অর্থনৈতিক ভংগুর হওয়ার সহনীয় মাত্রা (যত কম তত ভালো) ৩২ থাকা প্রয়োজন হলেও বাংলাদেশের ক্ষেত্রে তা ২৫-এ নেমেছে।
এসব সূচক অর্জিত হওয়ার ফলে জাতিসংঘের সিডিপি বাংলাদেশকে নিন্ম মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি দিতে চলেছে বলে তিনি উল্লেখ করেন।





আত্রাইয়ে বিদ্যুৎ সংকট : বিপর্যস্ত জনজীবন
দেখা নেই সূর্যের, আত্রাইয়ে বেড়েছে শীতের তীব্রতা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
শুঁটকি উৎপাদনে ভাটা পড়েছে আত্রাইয়ের শুঁটকিপল্লী
আত্রাইয়ে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
আত্রাইয়ে বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সংবর্ধনা
আত্রাইয়ে মাশরুম চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছে শাহাজাদী
আত্রাইয়ে ট্রাকচাপায় সেনা সদস্যের মৃত্যু
আত্রাইয়ে মেধা যাচাই অনুষ্ঠিত
আত্রাইয়ে ইটভাটা বন্ধের বিরুদ্ধে মানববন্ধন